বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলের কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে হয়। বিশেষ করে যে, কোন অফিসে বেশিরভাগ কাজ অনলাইন এবং কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হয়।
এজন্য আপনার কম্পিউটার টাইপিং স্পিড যদি ভালো না হয়। সেক্ষেত্রে হতে পারে, আপনি কোন ভাল চাকরি নাও পেতে পারেন।
আপনি যত দ্রুত ভাবে কম্পিউটার টাইপিং করতে পারবেন। তত দ্রুত যে, কোন চাকরির সুযোগ পেয়ে যাবেন।
এছাড়া বর্তমান সময়ে ৭০% মানুষ কম্পিউটারে সঠিকভাবে, টাইপ করার নিয়ম জানেন না।
যার ফলে কিবোর্ড এ আপনার আঙ্গুল সঠিকভাবে কাজ করে না। এর ফলে আপনার দ্রুত টাইপিং করার ক্ষমতা কমে যায়।
তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনাকে জানাবো। কম্পিউটারের টাইপিং স্পিড দূরত্ব করার উপায় সম্পর্কে।
আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত করার উপায়
বর্তমান সময়ে আপনার যদি কম্পিউটারের দ্রুত ভাবে টাইপিং করার অভিজ্ঞতা থাকে তবে এ দক্ষতা আপনার জীবনে এবং ক্যারিয়ারের পথ খুঁজে দেবে।
যারা দ্রুত টাইপ করতে পারেন এবং কিবোর্ড টাইপ করার সময় সঠিক নিয়ম ব্যবহার করে টাইপ করেন। তারা যে কোন কর্পোরেট অফিস, বিভিন্ন অফিস বা সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকবেন।
তাই আপনি যদি বিভিন্ন চাকরি খোঁজার চেষ্টা করেন সে ক্ষেত্রে কম্পিউটার কিবোর্ড টাইপিং এ দেখাতে হবে এবং সঠিকভাবে টাইপ করার নিয়ম গুলো শিখে নিতে হবে।
তো আমরা আপনাকে এমন কিছু টিপস জানিয়ে দেবো। যেগুলো অনুসরণ করে খুব সহজে কম্পিউটার টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।
Keyboard home position এর ব্যবহার
কম্পিউটারের কিবোর্ডে টাইপিং স্পিড বাড়ানোর জন্য সবার প্রথম যে, জিনিসটি আপনাকে জানতে হবে। সেটি হচ্ছে সঠিক নিয়ম ব্যবহার করে টাইপ করা।
তাই প্রথমে আপনার স্টার্ট পজেশন বা হোম পজিশনের বিষয়টি জানা থাকতে হবে। স্টার্ট পজিশন বলতে আপনার কম্পিউটার কিবোর্ডের সব সময় ডান এবং বাম হাতের, প্রথম চারটি আঙ্গুল তাদের নির্দিষ্ট বাটনে থাকতে হবে।
আপনার বাম হাতের চারটি আঙ্গুল হাতের শেষের আঙ্গুল থেকে A S D F বাটনে থাকতে হবে। ডান পাশে হাতের প্রথম চারটি আঙ্গুল হাতের শুরু থেকে J K L ; বাটনে থাকতে হবে।
কম্পিউটারের কিবোর্ড টাইপিং করার পূর্বে, স্টার্ট পজিশন নিজের হাতের আঙ্গুলগুলো রেখে টাইপিং শুরু করতে হবে।
এছাড়া আপনার টাইপিং হয়ে, যাওয়ার পরে আবার সেই হোম পজিশনে হাতের আঙ্গুল নিয়ে যেতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, কিবোর্ড এর হোম পজিশন থেকে সম্পূর্ণ কিবোর্ড এর বাটন গুলি অনেক সহজেই খুঁজে পাওয়া যাবে।
কম্পিউটার কিবোর্ড টাইপিং স্পিড বাড়ানোর প্রথম মূল মন্ত্রই হচ্ছে কিবোর্ড হোম পজিশন নিয়ম অনুসরণ করা।
শর্টকাট কি ব্যবহার করা
কম্পিউটার কিবোর্ডে টাইপিং করার সময় যদি আপনার কিছু জরুরী কিবোর্ড শর্টকাট কোড জানা থাকে।
তবে অবশ্যই যে, কোন কাজ করার সময় আপনাকে অনেক সহায়তা করবে। অনেক দ্রুত ভাবে আপনি নিজের লেখা লেখির সম্পন্ন করতে পারবেন।
বিশেষ করে কিবোর্ডে Ctrl + C টাইপ করলে আপনারা যে কোন লেখা কপি করতে পারবেন। আবার Ctrl + V টাইপ করলে যে কোন কপি করা লেখা বা ছবি পোস্ট করা যাবে।
এরকমভাবে কিবোর্ডে থাকা অসংখ্য পরিমাণের শর্টকাট কী রয়েছে। যেগুলো আপনি মনে রাখতে পারেন। তাহলে কাজের স্বার্থে অনেক সুবিধা হবে।
টাইপিং দ্রুত করার সফটওয়্যার
আপনি যদি নিজের ঘরে বসে কম্পিউটার টাইপিং স্পিড দূরত্ব করতে চান? তাহলে আপনার জন্য আরও জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে অনলাইন সফটওয়্যার।
অনলাইনে এমন কতগুলো অনলাইন টুলস রয়েছে। যে টুলসগুলো ব্যবহার করে আপনারা কম্পিউটার টাইপিং স্পিড বাড়ানোর যাবতীয় নিয়মকানুন জেনে নিতে পারবেন।
এবং কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে, টাইপিং স্পিড দ্রুত করতে পারবেন।
তো আমি আপনাকে এমন কিছু টাইপিং দ্রুত করা সফটওয়্যার বা অনলাইন টুলস এর সাথে পরিচয় করে দেব। যেখানে বাংলা এবং ইংরেজি টাইপ করে, টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবে।
- speedtypingonline.com
- Keybr.com
- Thetypingcat.com
- Typingtest.com
- Play.typeracer.com
তো আপনি যদি নিজের ঘরে বসে কম্পিউটার টাইপিং স্পিড করতে চান? তাহলে উপরের ওয়েবসাইট গুলো ভিজিট করে, বিভিন্ন বাংলা এবং ইংরেজি ওয়ার্ড দেখে থেকে টাইপ করার সুযোগ পেয়ে যাবেন।
আর এখান থেকে আপনারা জানতে পারবেন। আপনি মিনিটে কতগুলো ওয়ার্ড লিখতে পারছেন বাংলা বা ইংরেজি।
আমি আশা করি আপনার যদি এই অনলাইন টুলস গুলোতে টাইপিং করেন। তাহলে খুব দ্রুত স্পিড বাড়াতে পারবেন।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা কম্পিউটার টাইপিং দ্রুত করার উপায় জানতে চান? উক্ত যেকোনো একটি পদক্ষেপ গ্রহণ করে, খুব সহজে টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারেন।
তো আমাদের লেখা আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে আমাদের এই আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন ধন্যবাদ।