অ্যান্ড্রয়েড মোবাইল রুট করার উপায় : বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে এক নতুন ইচ্ছা সৃষ্টি হয়েছে।
আর সেটি হচ্ছে, নিজের মোবাইল রুট করার বিষয়।
এন্ড্রয়েড মোবাইল রুট করার নিয়ম কি? এবং কিভাবে মোবাইল রুট করবেন। সে বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত জানানো হবে।
স্মার্ট ফোন ব্যবহার করা মানুষদের সংখ্যা অনেক পরিমাণ। তবে তাদের মধ্যে মোবাইল ফোন রুট করার বিষয়ে খুব কম মানুষ এই জানেন।
তো নিজের এন্ড্রয়েড মোবাইল রুট করা কিন্তু সবারই জরুরি নয়। আপনি যদি নিজের মোবাইলে কিছু এক্সপেরিমেন্ট করতে চান।
পারফরম্যান্স বাড়িয়ে নিতে চান? এবং মোবাইল আরো শক্তিশালী করতে চান? তবে একবার রুট করে দেখতে পারেন।
বিশেষ করে টেকনিক্যালভাবে জ্ঞান রাখা মানুষরা মোবাইল ফোন রুট করেন। আপনি যদি একজন সাধারন মানুষ এবং টেকনিক্যালি আপনার তেমন কোন জ্ঞান নেই বললেই চলে। তবে ফোন রুট করে আপনার তেমন কোন কাজে লাগবে না।
কিন্তু এন্ড্রয়েড মোবাইল রুট করার পর আপনি এমন কিছু জনপ্রিয় অ্যাপস নিজের মোবাইলে ব্যবহার করতে পারবেন। যেগুলো রুট করার আগে হয়তো ব্যবহার করা সম্ভব নয়।
সে অনুযায়ী আপনার মোবাইলের ফন্ট স্টাইল পরিবর্তন অ্যাপস, সিকিউরিটি অ্যাপস, পারফরম্যান্স booster apps এবং র্যাম বাড়ানোর অ্যাপস আরো অন্যান্য অ্যাপস গুলো।
এছাড়া আপনার এন্ড্রয়েড মোবাইলকে রুট করার পরে আপনি সেখানে বিভিন্ন কোম্পানির মোবাইল স্টক রোম ইন্সটল করে মোবাইলে আলাদা কোম্পানির স্মার্টফোনের মজা গ্রহণ করতে পারবেন।
কেরকমভাবে অনেক ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। যদি মোবাইল রুট করার কথা চিন্তা করেন।
তো চলুন জেনে নেয়া যাক। অ্যান্ড্রয়েড মোবাইল রুট করার বিস্তারিত তথ্য সম্পর্কে।
এন্ড্রয়েড মোবাইল রুট করার উপায়
আগের সময়গুলোতে এন্ড্রয়েড মোবাইলকে রুট করার জন্য কম্পিউটার প্রয়োজন হতো। তবে বর্তমান সময়ে আপনি এমন অনেক ধরনের রুটিং অ্যাপ ব্যবহার করতে পারবেন।
যেগুলো ব্যবহার করলে শুধুমাত্র এক মিনিটের মধ্যে নিজের মোবাইল ডিভাইস রোড করতে পারবেন।
মোবাইল রুট করার জন্য এই অ্যাপ গুলো আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে, সার্চ করে পেয়ে যাবেন। আমি আপনাকে এমন জনপ্রিয় কিছু অ্যাপস এর সাথে পরিচয় করে দিব। সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।
01. Kingroot (রুট করার অ্যাপ ডাউনলোড)
KingRoot অ্যান্ড্রয়েড অ্যাপ যে কোন মোবাইলকে রুট করার সবথেকে জনপ্রিয় এপ্লিকেশন হিসেবে প্রমাণিত। KingRoot মোবাইল অ্যাপ ব্যবহার করে, রুটিং প্রসেস অনেক ভালোভাবে এবং সুরক্ষিতভাবে সম্পন্ন করে থাকে।
এই KingRoot এর অন্য সকল রুট করার অ্যাপস এর চেয়ে এই অ্যাপটি বেশি ব্যবহার করা হয়।
তাই একটি আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। এই অ্যাপটি ডাউনলোড করার পর, কোন প্রকার কম্পিউটার সহযোগিতা ছাড়াই নিজের মোবাইল রুট করতে পারবেন।
আপনার যদি গুগল প্লে স্টোরে গিয়ে এটি সার্চ করে খুঁজে না পান তাহলে সরাসরি google এ সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন।
02. FamaRoot (রুট করার অ্যাপ ডাউনলোড)
এন্ড্রয়েড মোবাইল রুট করার জন্য আরও একটি জনপ্রিয়, রুটিং অ্যাপস হলো- FamaRoot. আপনারা এই অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে শুধুমাত্র একটি ক্লিক করে মোবাইল ফোন রুট করতে পারবেন।
কিন্তু দুঃখের বিষয় আপনারা এই রুটিং অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার সুযোগ পাবেন না।
তবে চিন্তার কোন কারণে আপনি সরাসরি গুগল সার্চ করে, অনেক ধরনের ওয়েবসাইটে প্রবেশ করে, FamaRoot ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।
আর এই রুট অ্যাপ ব্যবহার করে অনেকেই অনেকের স্মার্টফোন মডেল রুট করছেন। আপনার স্মার্টফোন রুট করার জন্য এই অ্যাপ কাজে আসবে কিনা আপনারা ব্যাবহার করে দেখতে পারেন।
03. SuperSU (রুট করার অ্যাপ ডাউনলোড)
আপনি যদি মোবাইল রুট করতে চান তাহলে আপনার জন্য আরও একটি জনপ্রিয় রুট করার অ্যাপস হল- SuperSU. আপনারা চাইলে গুগল সার্চ করে এই অ্যাপটি একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
SuperSU অ্যাপটি ব্যবহার করে, অনেকেই redmi mi এবং micromax মোবাইল রুট করেছিল। কোনপ্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি ক্লিক করে আপনার মোবাইল সফলতা ভাবে রুট করে নিতে পারবেন।
তাই আপনি যদি চিন্তা করেন কিভাবে রুট করবো তাহলে, SuperSU অ্যাপসটি ডাউনলোড করে নিজে নিজে ট্রাই করে দেখুন।
অ্যান্ড্রয়েড মোবাইল রুট করার আগে যে বিষয় জানতে হবে ?
আপনার এন্ড্রয়েড মোবাইল রুট করার সময় যাতে আপনার মোবাইলের ব্যাটারি ভালো চার্জ থাকে। কারণ রুটিং প্রসেস এ কোন রকম বাধা না আসতে পারে।
মোবাইল রুট করার আগে মোবাইলের সব ধরনের জরুরী ফাইল যেমন ভিডিও, অডিও, ছবি ইত্যাদি ডকুমেন্ট ব্যাকআপ করে নেবেন।
তারপর আপনার পছন্দের অ্যাপ গুলোর মধ্যে, যে কোন একটি রুট অ্যাপস মোবাইল স্টোরে যে ইন্সটল করবেন।
রুট অ্যাপ মোবাইলে চালু করে তারপর সেখানে দেওয়া স্টেপ অনুসরণ করে, নিজের স্মার্টফোন রুট করে নেবেন।
শেষ কথাঃ
আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল রুট করার উপায় জানতে চান? তাহলে উপরোক্ত আলোচনা অনুসরণ করতে পারেন।
আমরা এখানে আপনার সুবিধার জন্য, এন্ড্রয়েড মোবাইল রুট করার জনপ্রিয় অ্যাপসগুলো সম্পর্কে জানিয়ে দিয়েছি।
উক্ত রুটিং করার অ্যাপস গুলো আপনার মোবাইলে ইন্সটল করার পর, মোবাইলের মডেল পরিবর্তন করে নিতে পারবেন।
এছাড়া আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন, এই অ্যাপ গুলো ব্যবহার করে।
তো আপনার যদি এই আর্টিকেল রিলেটেড কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
এছাড়া আমাদের এই ওয়েবসাইট থেকে, মোবাইলের জন্য জনপ্রিয় সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।