মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা | নাম্বার দিয়ে পরিচয় বের করা অ্যাপ

আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, যদি আমার মোবাইলে অচেনা নম্বর থেকে একটি মিসকল আসে তাহলে আমরা জানি না কে আমাদের কল করেছে।

এছাড়া অনেক সময় অনেকেই অপরিচিত নম্বর থেকে বারবার ফোন করে আমাদের বিরক্ত করতে চাইলেও আমরা তাদের ফোন নম্বরের বিস্তারিত জানতে পারি না।

বন্ধুরা, তবে আপনি যদি তার মোবাইল নাম্বারটা শুধু মাত্র জেনে থাকেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই তার, মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা , মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা ও অপরিচিত নাম্বারের ঠিকানা ও আরো অন্যান্য তথ্যগুলো বের করতে পারবেন।

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

তবে বলে রাখা ভালো যে নম্বর দিয়ে পরিচয় বের করার কোনো সঠিক উপায় নেই, তবে এমন কিছু অ্যাপ ও ট্রিক রয়েছে যার মাধ্যমে অনেক ক্ষেত্রেই সিম নম্বর দিয়ে পরিচয় বের করা সম্ভব। নম্বর, নাম, ঠিকানা, পরিচয় এবং তারা কোথা থেকে কল করছে তা পুলিশ প্রশাসন অর্থাৎ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা খুব সহজে এবং দ্রুত খুঁজে পেতে পারেন।

তাই আপনি যদি ধৈর্য ধরে এই লেখাটি পুরোপুরি পড়েন, তাহলে ফোন নম্বর দিয়ে পরিচয় জানার উপায়গুলো জানতে পারবেন। আসুন তাহলে আর বেশি কথা না বলে ফোন নম্বর ডিটেলস (sim kar name registration check) কিভাবে বের করবেন এ বিষয়টি ভালোভাবে জেনে নিই।

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

কি কি উপায়ে মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করা যায় বা সিম কার্ডের নাম রেজিস্ট্রি করা আছে তা নিচে বিস্তারিত আলোচনা করা হল।

১। অ্যাপ ব্যবহার করে পরিচয় বের করা

নাম্বার দিয়ে পরিচয় বের করা apps রয়েছে যার মাধ্যমে আপনি মোবাইল নম্বর দিয়ে নাম ও ঠিকানা খুঁজে পেতে পারেন।

Truecaller apps

বন্ধুরা, আপনি চাইলেই এই Truecaller অ্যাপের মাধ্যমে অতি সহজে ফোন নাম্বার দিয়ে যে কারো পরিচয় জানা সম্ভব, উদাহরণস্বরূপ বলি যেমন- মনে করেন আপনার কোন বন্ধু Truecaller অ্যাপসটি ব্যবহার করে, তার যতগুলো কন্টাকে নাম্বার সেভ রয়েছে সেই সকল প্রত্যেকটি নাম্বার কিন্তু Truecaller এর সার্ভারে সেভ হয়ে যায়,

Truecaller অ্যাপ ব্যবহার

এরপর যখন কেউ অপরিচিত নাম্বার থেকে কল করলে Truecaller এ অবশ্যই কিন্তু তার নামটি শো করায়।  তো আপনারা এই apps টি গুগল প্লে স্টোর থেকে Truecaller অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।

কিভাবে Truecaller অ্যাপ ব্যবহার করব এটি হয়তো আপনারা অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না, তবে Truecaller অ্যাপ ব্যবহার করা খুবই সহজ , Truecaller অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন এবং সমস্ত একে একে সব পারমিশন গুলো এলাও করে দেবেন । এরপর আপনার কাজ কমপ্লিট আপনাকে কেউ কল করলে Truecaller কিন্তু তার নাম অবশ্যই শো করাবে।

Truecaller অ্যাপ

এছাড়া Truecaller এ ফোন নম্বর সার্চ করে তার নাম জানতে পারবেন। এর জন্য, Truecaller অ্যাপের উপরে সার্চ বারে একটি অপশন রয়েছে। তারপর সেই সার্চ অপশনে মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন, তাহলে আপনি তার নাম জানতে পারবেন যদি সেটি Truecaller সার্ভারে সংরক্ষিত থাকে।

Eyecon অ্যাপ এর মাধ্যমে

গুগল প্লে স্টোরে Eyecon নামে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি ডাউনলোড করুন এবং সমস্ত অনুমতি সহ এটি খুলুন, তারপর থেকে, কেউ যদি আপনাকে অপরিচিত নম্বর থেকে কল করে তবে এই অ্যাপটিতে তার নাম শু হবে, এছাড়া Eyecon অ্যাপটিতে সার্চ অপশন রয়েছে, সার্চ করুন।

২। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় বের করা

আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ব্যক্তির পরিচয় জানতে পারেন যেমন-

  • imo এর মাধ্যমে

কিন্তু আপনারা অনেকেই ইমু অ্যাপ ব্যবহার করেন, তাই কেউ যদি আপনাকে অপরিচিত নম্বরে কল করে, সেই নম্বরটি কপি করে ইমুর সার্চ অপশনে পেস্ট করুন। সেই নাম্বারে ইমু ওপেন থাকলে তার নাম ও ছবি দেখতে পাবেন।

  • WhatsApp এর মাধ্যমে

আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপরিচিতদের ছবি দেখতে পারেন। এর জন্য প্রথমে আপনার ফোনে অপরিচিত নম্বরটি সেভ করুন, সেভ করার পর, আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন, যদি নম্বরটি খোলা থাকে, তাহলে তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যান, যদি তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে একটি ছবি থাকে এবং ফটো যদি পাবলিক হয় , তাহলে আপনি তার ছবি দেখতে পাবেন।

৩। পুলিশের সাহায্যে ব্যক্তির পরিচয় বের করা

অচেনা নম্বর থেকে কেউ আপনাকে কল করে হয়রানি বা হুমকির সম্মুখীন করলে, আপনি পুলিশের সাহায্য নিতে পারেন।

আপনি যদি চান, আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে এমন নম্বর দিয়ে অভিযোগ করতে পারেন। আর পুলিশ অর্থাৎ সাইবার সিকিউরিটি এক্সপার্টরাই একমাত্র যারা অজানা ব্যক্তির নাম ও ঠিকানা এবং তারা কোথা থেকে কল করছে তা সঠিকভাবে এবং সহজেই খুঁজে বের করতে পারে।

প্রিয় বন্ধুরা, আপনি আমাদের আজকের এই আর্টিকেল থেকে জানতে পারলেন মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা, নাম্বার দিয়ে পরিচয় বের করা apps গুলো কি কি ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারলেন।

ফোন নাম্বার দিয়ে পরিচয় জানা আমাদের এই নিয়ে লেখা আর্টিকেলটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top