ফেসবুক লাইভ কি | ফেসবুক লাইভ থেকে ইনকাম করার উপায়: বর্তমানে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত তারা অবশ্যই ফেসবুক লাইভ সম্পর্কে প্রাথমিক ধারণা রাখে।
কারণ যদি খুব বড় রকমের একটা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে যে কেউ তার অডিয়েন্সদের সামনে বিভিন্ন চমকপ্রদ জিনিসগুলো উপস্থাপন করতে চান। আর সেগুলো উপস্থাপন করার জন্য প্রয়োজন পরে ফেসবুক লাইভে আসার।
আপনি যদি চান তাহলে ফেসবুকে লাইভে যখন তখন এসে আপনি আপনার ফ্যান ফলোয়ার অর্থাৎ অর্ডিন্যান্স দের সামনে যে কোন বিষয় বস্তু তুলে ধরতে পারবেন। এর মাধ্যমে আপনি যেমন তাদের সাথে কথা বলতে পারবেন ঠিক তেমনি অডিয়েন্সরা আপনাকে প্রশ্ন করতে পারবে কমেন্টসে থেকে, সেখানে আপনি শুধুমাত্র তাদের কথা চোখে দেখতে পাবেন এবং সেসবের উত্তর দিতে পারবেন।
মূলত ফেসবুক লাইভ এই ব্যবস্থাটি একজন ব্যক্তির কাস্টমার কিংবা ফ্যান পেজের লাইকার দের সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ আচরণ সৃষ্টি করতে সাহায্য করে।
ভিউয়ার্স আজকের এই আর্টিকেলে আমরা ফেসবুক লাইভ কি এবং ফেসবুক লাইভ থেকে কিভাবে ইনকাম করা যায়? তাহলে আসুন কথা না বাড়িয়ে ফেসবুক লাইভ সম্পর্কিত সকল টিপস ও ট্রিকস জেনে নেই। অবশ্যই আজকের এই আর্টিকেলটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
ফেসবুক লাইভ কি?
ফেসবুক লাইভ সামাজিক নেটওয়ার্কের সর্বশেষ সংযোজন। এটি ব্যবহারকারীদের তাদের স্মার্ট ফোন থেকে সরাসরি ফেসবুকে লাইভে ভিডিও সম্প্রচার করার ক্ষমতা দেয়। এখন যে কেউ তাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি ল্যাপটপ অথবা ডেক্সটপের ওয়েব ক্যামেরা ব্যবহার করে ফেসবুক লাইভে আসতে পারে।
মূলত ২০১৫ সালের দিকে লাইভ স্ট্রিমিং ফিচার টি চালু হয়েছে ফেসবুকে। শুরু থেকেই এর ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা কমার পরিবর্তে যেন বাড়তেই রয়েছে। এখন লাইভ স্ট্রিমিং এর জনপ্রিয়তা আকাশছোঁয়া।
পরিসংখ্যানে দেখা গেছে যে, গত বছরের তুলনায় ফেসবুক লাইভ পডকাস্ট এবছর সংখ্যায় অনেক বেড়েছে।
শুধু তাই নয়– ফেসবুকের প্রতি পাঁচটি ভিডিওর মধ্যে একটি লাইভ ভিডিও হওয়ার ব্যাপারটি থেকেই প্লাটফর্মটিতে লাইভ স্ট্রিমের জনপ্রিয়তা অনুমান করা যায়। আর ফেসবুকে লাইভ ভিডিও জনপ্রিয় হবার একটি মুখ্য কারণ হচ্ছে দর্শকদের অংশগ্রহণের সুযোগ।
কারণ লাইভে দর্শকরা লাইক, কমেন্ট, শেয়ার এমনকি প্রশ্ন করতে পারে– যার ফলে অডিয়েন্সদের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়। ঠিক এই কারণে লাইভ ভিডিওতে এঙ্গেজমেন্টও বেশি হয়ে থাকে।
ফেসবুক লাইভ কিভাবে কাজ করে | ফেসবুক লাইভে আসার উপায় কি?
আপনি যদি ফেসবুক লাইভে আসতে চান তাহলে আপনাকে মূলত কয়েকটি স্টেপ ফলো করার মাধ্যমে লাইভে আসতে হবে। তাহলে চলুন এ পর্যায়ে জেনে নেই ফেসবুক লাইভে আসার উপায় কি এবং facebook লাইভ কিভাবে কাজ করে।
প্রথমত: Facebook iOS অ্যাপ বা Facebook Android অ্যাপে লগ ইন করুন
দ্বিতীয়তঃ আপনার টাইমলাইনের শীর্ষে যান (যেখানে আপনি সাধারণত একটি পোস্ট তৈরি করেন)
তৃতীয়ত: পেন টুলে আলতো চাপুন
চতুর্থত: আপনার সম্প্রচার শুরু করতে Go Live এ আলতো চাপুন।
ফেসবুক লাইভ কিভাবে করতে হয় | একটি লাইভ ভিডিও করতে কি কি প্রয়োজন পড়ে?
ফেসবুক লাইভ করার জন্য মূলত প্রয়োজন পড়ে তিনটি জিনিসের। প্রথমটি হচ্ছে একটি ভালো এন্ড্রয়েড ফোন দ্বিতীয়টি হচ্ছে ইন্টারনেট সংযোগ। এবং তৃতীয় নাম্বার জিনিসটি হচ্ছে ল্যাপটপ অথবা কম্পিউটার পাশাপাশি নিজের একটি প্রোফাইল আইডি।
প্রথমত ল্যাপটপ ডেক্সটপ অথবা এন্ড্রয়েড ফোনের ওয়েবক্যামের সাহায্যে ফেসবুকে লাইভে যেতে স্ট্যাটাস আপডেটের অপশনে গেলে লাইভ ভিডিওর অপশন দেখতে পাবেন। আপনি যখন লাইফ অপশনে ক্লিক করবেন তখন আপনি লাইভের প্রাইভেসি বাছাই করবেন। সেখানে ছোট্ট একটি বর্ণনা আপনি আপনার মত করে দিতে পারেন আবার নাও পারেন।
তবে আপনি কেন লাইক করছেন সে সম্পর্কে অবশ্যই আপনার কিছু না কিছু লেখার প্রয়োজন পড়বে। এরপরে গো লাইভ অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার ভিডিও স্ট্রিম শুরু করতে পারবেন।
আপনি যে লাইভে এসেছেন সেটা আপনার ফ্রেন্ড সার্কেল অর্থাৎ আপনার অডিয়েন্সদের কাছে মুহূর্তে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে।
Read More:ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ( ফ্রিল্যান্সিং প্রশ্নের উত্তর )
লাইভের সময় আপনি আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই ইউজ করতে পারবেন। শুধু তাই নয় বিভিন্ন ধরনের ফিল্টারের ও ব্যবহার রয়েছে সেখানে। আপনি যখন লাইভে যাবেন তখন নিচের দিকে আপনার অডিয়েন্সরা আপনাকে কেমন লাইক করছে বা কি কমেন্ট করছে কেমন রিয়েকশন দিচ্ছে তাদের সবকিছু দেখতে পারবেন।
শুধু তাই নয় আপনি যদি চান তাহলে লাইভ ভিডিওর একটি হাই রেজুলেশন এর কপিও ফেসবুক একাউন্টে আপলোড করে দিতে পারবেন। তবে হ্যাঁ একটি লাইভ ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য মূলত ৯০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি ৯০ মিনিটের অধিক সময় লাইভে অবস্থান করতে চান তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে অটোমেটিক্যালি বের করে দেবে অর্থাৎ আপনার লাইফ বন্ধ হয়ে যাবে।
এক কথায় লাইভ ভিডিও করার জন্য আপনাকে আপনার একাউন্ট থেকে গো লাইভ অপশনে গিয়ে লাইক করতে হবে।
ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করার নিয়ম কি?
বর্তমানে লাইভ স্ট্রিমিং ভিডিও গুলো অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। মোবাইল ফোন অথবা কম্পিউটার উভয় ডিভাইস থেকেই ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা যায়। শুধু তাই নয় ফেসবুকে প্রোফাইল কিংবা পেজ হিসেবে প্রোফাইল করা যাচ্ছে এখন। লাইভ স্ট্রিমিং করার নিয়ম হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে অডিয়েন্সদের পূর্বে জানিয়ে লাইভে যাওয়া এবং তাদেরকে নোটিফিকেশন পাঠানো।
লাইভ ভিডিও চলাকালীন তাও অন্যদের নিউজফিডে প্রদর্শিত হয় এছাড়াও লাইফ শেষ হওয়ার পর উক্ত লাইভ ভিডিও নিউজ পিডিএফ facebook ওয়াচ এ দেখানো হয়। ফেসবুকে লাইভে যাওয়ার নিয়ম হচ্ছে: পেজ গ্রুপ প্রোফাইল কিংবা ইভেন্ট লাইভ করার জন্য প্রথমত সেখানে লাইফ বাটন থেকে প্রবেশ করা।
Read More:সেরা 10 টি অনলাইনে ইনকাম করার উপায়
কোন কিছু লেখার প্রয়োজন পড়লে বাট ট্যাগ করার প্রয়োজন পড়লে সেগুলো কমপ্লিট করা এবং পরবর্তীতে স্টার্ট লাইফ ভিডিওতে ক্লিক করার মাধ্যমে লাইভ শুরু করা। তবে হ্যাঁ ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ব্যবহার করেও লাইভ স্ট্রিমিং করা যায়।
ফেসবুক লাইভ ব্যবহার করে মার্কেটিং করার উপায়
ইতিমধ্যে আমরা ফেসবুক লাইভ সম্পর্কে বিস্তারিত জেনেছি কিন্তু এ পর্যায়ে জানব ফেসবুক লাইভ কিভাবে মার্কেটিং স্টেজে সাজাতে সাহায্য করে এবং এর মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়? তাহলে চলুন এ পর্যায়ে ফেসবুক লাইভ ব্যবহার করে মার্কেটিং করার সহজ কিছু টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. ফেসবুক লাইভের জন্য টার্গেট কাস্টমার খুজে বের করা।
২. ফেসবুক লাইভের বিজনেস গোল সেট করা
৩. ফেসবুক লাইভ এর মাধ্যমে ইনফ্লুয়েন্সার মার্কেটিং
৪. ফেসবুক লাইভে ভিডিও টক-শো এর আয়োজন করা
৫. ফেসবুক লাইভে অথেন্টিক থাকা
৬. আপকামিং ইভেন্ট সম্পর্কে ফেসবুক লাইভ করা
৭. ফেসবুক লাইভ এর মাধ্যমে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করা
৮. ফেসবুক লাইভ থেকে রেভিনিউ জেনারেট করার ব্যবস্থা করা। মানে স্পন্সারশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট অথবা সার্ভিসিং সম্পর্কে বিস্তারিত বিষয়ের দিকে জোর দেওয়া।
ফেসবুক লাইভে স্কিন শেয়ার করার নিয়ম
লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে ক্যামেরার পাশাপাশি স্কিন শেয়ারও করা যায়। এজন্য মূলত যা যা করতে হবে সেটা হচ্ছে:
- ফেসবুকে প্রবেশ করে Live Video আইকনে ক্লিক করুন
- লাইভ প্রডিউসার টুল দেখতে পাবেন
- Use Camera সিলেক্ট করুন
- সেটাপ মেন্যুতে প্রবেশ করে Start Screen Share সিলেক্ট করুন
- আপনি যে কনটেন্ট শেয়ার করতে চান তা সিলেক্ট করে Share এ ক্লিক করুন
- Go Live এ ক্লিক করুন
- স্ক্রিন শেয়ারিং বন্ধ করতে Stop Sharing Screen এ ক্লিক করুন।
এবার আলোচনার শেষ পর্যায়ে আমরা জানাবো ফেসবুক লাইভ দেখার উপার সম্পর্কে। মানে আপনি যদি facebook লাইভ দেখতে চান তাহলে কি করবেন। মূলত আপনি যদি আপনার ফ্যানের বা বন্ধু-বান্ধবের ফেসবুক ভিডিও দেখতে চান তাহলে আপনাকে মূলত কোন কিছুই করতে হবে না।
কারণ যখন আপনার কোন বন্ধু বা আপনার ফলো করে রাখা পেজ থেকে কেউ লাইভে আসবে তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। এর জন্য শুধুমাত্র আপনাকে নোটিফিকেশনে একটা ক্লিক করতে হবে। ব্যাস তাহলে আপনি দেখতে পাবেন ফেসবুক লাইভ।
আর হ্যাঁ আমি যদি চান তাহলে ফেসবুক লাইভ ভিডিও ডাউনলোড করেও রাখতে পারবেন। ডাউনলোড করার নিয়ম অন্যান্য ভিডিওর মতই।
দেখুন বর্তমানে যেহেতু ফেসবুক মার্কেটিং এর বিস্তৃতি ঘটছে এবং সেখানে কম্পিটিটরদের আগমন ঘটছে অহরহ, তাই অবশ্যই ফেসবুক লাইভ থেকে ইনকাম এর দিকে নজর দেওয়াটা আমাদের সত্যিই অনেক বেশি জরুরী।
তাই আপনারা যারা নিজেদের ব্যবসা বা সার্ভিস থাকে অনেক বেশি জনপ্রিয় করতে চান এবং নিজেদের একটি ভালো পজিশনে দেখতে চান তাদের জন্য ফেসবুক লাইভ থেকে ইনকাম করে মার্কেটিং করাটা অনেক ভালো একটি কৌশল।
তো পাঠক বন্ধুরা, আজকের এই আর্টিকেল সম্পর্কে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান। যদি কোন প্রশ্ন থাকে সেটাও আমাদের কাছে শেয়ার করুন। আজকের আলোচনা এপর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।