ফেসবুক প্রফেশনাল মোড চালু করার উপায় (জেনে নিন বিস্তারিত): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউজার্সদের জন্য নিয়ে আসছে নতুন নতুন আপডেট। বেশ কিছুদিন ধরে ফেসবুক প্রফেশনাল মোড নামের একটি নতুন আপডেট নিয়ে আসা হয়েছে যা এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
কেননা ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের পেজের নানা সুবিধা দিতে প্রফেশনাল মোড চালু করেছে মেটা। তাই আজকের এই আর্টিকেলে আমরা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো। এ যারা এ সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে থাকুন।
ফেসবুক প্রফেশনাল মোড কি?
ফেসবুক পেজের মতো দেখতে প্রোফাইল তৈরির একটি ফিচার হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড। মেয়েটা অর্থাৎ ফেসবুক কোম্পানি অনেক বড় একটি আপডেট নিয়ে এসেছে, যা facebook professional mod নামে পরিচিত।
বলা যাচ্ছে এই আপডেটের ফলে প্রতিটি ফেসবুক একাউন্ট ফেসবুক পেজের মতো দেখা যাবে এবং ফেসবুক একাউন্ট বা প্রোফাইল থেকেও টাকা উপার্জন করা সম্ভব হবে। আর সম্প্রতি সত্যিই সেটা হয়েছে এবং অনেক বেশি জনপ্রিয়তা পাছে ফেসবুক প্রফেশনাল মুড ফিচারটি।
Read More:ফ্রিল্যান্সিং কি ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ( ফ্রিল্যান্সিং প্রশ্নের উত্তর )
এখন আপনি যদি আপনার কনটেন্ট এর জন্য পেজ ব্যবহার না করে প্রোফাইল ব্যবহার করতে চান সে ক্ষেত্রে এই প্রফেশনাল মুড ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার নিউজ ফিডে পাবলিক কনটেন্ট পোস্ট করতে পারবেন এমনকি যে কেউ আপনার সেই পোস্টে কমেন্ট করতে পারবে লাইক ও শেয়ার দিতে পারবে।
সেই সাথে আবার আপনি আপনার পোস্ট কাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান সেটাও করতে পারবেন। অর্থাৎ ফেসবুক প্রফেশনাল মুডে মূলত সাধারণ প্রোফাইলের মতো পোস্ট এর প্রাইভেসি পাবলিক বা ফ্রেন্ডস হিসেবে সেট করার অপশন রয়েছে।
ফেসবুক প্রফেশনাল মোড কবে চালু হয়েছে?
ফেসবুক প্রফেশনাল মোড ফেসবুকের একটি নতুন আপডেট এটা আমরা ইতিমধ্যে জেনেছি। ফেসবুক কোম্পানি মূলত ২০২১ সালের ডিসেম্বর মাসে এ সম্পর্কে ওয়েবসাইটে বার্তা প্রদান করেছিলেন।
আমরা জানি ইন্সটাগ্রাম একাউন্টে ক্রিয়েটর মোড সেই সাথে বিজনেস মুড অপশন রয়েছে। আর সেই একই ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক একাউন্টে।
এটি মূলত একপ্রকার ফেসবুক প্রোফাইল কে ফেসবুক পেজে রুপান্তর করা। আমরা ফেসবুক পেজ সম্পর্কে সবাই জানি আর এই ফেসবুক পেজে যে সকল টুলস থেকে থাকে ঠিক একই রকম টুলস ফেসবুক প্রফেশনাল মোড এও থাকবে অর্থাৎ প্রোফাইল কে একেবারে ফেসবুক পেজের মতো দেখাবে।
Read More: মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করার উপায়
যে যে তাদের প্রোফাইলে এই ফেসবুক মোড ফিচারটি চালু করবে তাদের ফেসবুক অ্যাকাউন্টের লোক পরিবর্তন হবে অর্থাৎ দেখতে হয়ে যাবে ফেসবুক পেজের মত।
তবে হ্যাঁ অবশ্যই এই দুইটিকে এক করে ফেলবেন না কেননা এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড এর কারণে এখন ফেসবুক পেজের পাশাপাশি প্রোফাইল থেকেও উপার্জন করা সম্ভব হবে টাকা।
ফেসবুক প্রফেশনাল মোড চালু করার পদ্ধতি
এখন কথা হচ্ছে ফেসবুক প্রফেশনাল মুড কিভাবে আমরা আমাদের নিজস্ব একাউন্টে চালু করব। আপনি যদি ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড চালু করতে চান তাহলে আমাদের দেওয়া এই ইনস্ট্রাকশন ফলো করুন।
প্রথমত: ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করুন
দ্বিতীয়ত: থ্রি লাইন আইকনে ক্লিক করুন
তৃতীয়ত: টার্ন অন প্রফেশনাল মোড এই অপশন সিলেক্ট করুন
চতুর্থত: টার্ন অন সিলেক্ট করুন। তবে হ্যাঁ এ পর্যায়ে প্রফেশনাল মোট সম্পর্কে কিছু তথ্য সম্পর্কিত একটি পপ আপ আপনি দেখতে পাবেন।
আর টার্ন অন করলে আপনি আপনার ফেসবুক ড্যাশবোর্ডে পরিবর্তন দেখতে পাবেন অর্থাৎ প্রফেশনাল মোডে পরিবর্তন হয়ে যাবে আপনার সেই প্রোফাইল অ্যাকাউন্ট।
ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ করার পদ্ধতি
অনেক সময় আপনার ফেসবুক প্রফেশনাল মোড চালু করে নাও ভালো লাগতে পারে। তাই এক্ষেত্রে নিশ্চয়ই আপনার বন্ধ করার প্রয়োজন পড়বে। তাই আপনি চাইলে যখন তখন সেটা বন্ধ করে ফেলতে পারবেন। মূলত facebook প্রোফাইল প্রফেশনাল মুড বন্ধ করার জন্য আমাদের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করুন।
প্রথমত: আপনি আপনার ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
দ্বিতীয়তঃ থ্রি লাইন মেনু থেকে পরবর্তী ধাপে যান এবং টার্ন অফ প্রফেশনাল মোড অপশন সিলেক্ট করুন.
তৃতীয়ত: ট্রান অফ অপশন এ ক্লিক করুন
ব্যাস ফেসবুক প্রফেশনাল মোড বন্ধ হয়ে যাবে। এক কথায় আপনি যেভাবে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড চালু করবেন ঠিক একইভাবে ফেসবুক প্রফেশনাল মুড বন্ধ করবেন শুধু ট্রান অনের কাছে টার্ন অফ করতে হবে। ব্যাস এটুকুই।
Read More: সেরা 10 টি অনলাইনে ইনকাম করার উপায়
ফেসবুক প্রফেশনাল মোড এর জন্য উপযুক্ত প্রোফাইল কিভাবে চিনবেন?
অনেকের প্রশ্ন প্রোফাইল উপযুক্ত কিনা সেটা কিভাবে বোঝা যাবে। অর্থাৎ ফেসবুক মোডের জন্য কোন কোন প্রোফাইল উপযুক্ত আর কোন কোন প্রোফাইল উপযুক্ত নয়?
আসলে যেসব প্রোফাইলে ফেসবুকের নতুন আপডেট এসেছে অর্থাৎ প্রফেশনাল মোড চালু করা যাবে তাদের একটি নোটিফিকেশন এসেছে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে। এটা মূলত আপনি ম্যানুয়ালি চেক করতে পারেন। আর আপনার প্রোফাইল উপযুক্ত কিনা সেটা বুঝার জন্য মূলত নিচের ইনস্ট্রাকশন ফলো করুন।
প্রথমত: আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
দ্বিতীয়তঃ আপনার ফেসবুক প্রোফাইল থেকে থ্রি ডট অপশন এ ট্যাপ করুন
তৃতীয়তঃ নিচের অংশে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি আছে নাকি নেই।
যদি সে পেজে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশন থেকে থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইল নতুন ফিচার এর জন্য উপযুক্ত আর যদি না এসে থাকে তাহলে বুঝবেন এখনো পর্যন্ত আপনার প্রোফাইল উপযুক্ত নয়।
তবে হ্যাঁ যদি কারো পেজে এই অপশনটি না থেকে থাকে তাহলে হতাশ হওয়ার কিছু নেই। অপেক্ষা করুন মূলত আপনিও বাকি ইউজারদের মত এই সুবিধাটি ভোগ করতে পারবেন। কেননা ফেসবুক এর সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে এর জন্য আলাদাভাবে কাউকে নির্বাচন করা হয়নি।
ফেসবুক প্রফেশনাল মোড এর সুবিধা কি?
এবার চলুন শেষ পর্যায়ে জানি এই ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মুড চালু করলে কি কি সুবিধা পাওয়া যাবে।
- ডিফল্ট সেটিংস এ আপনাকে পাবলিক অর্থাৎ যে কোন ফেসবুক ব্যবহারকারী ফলো করতে পারবে আবার আপনার পাবলিক কনটেন্ট সকল ফেসবুক ব্যবহারকারীরা দেখতে পাবে। সে সাথে আপনি ইচ্ছামতো প্রাইভেসি সেটাপ করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান আপনার কোন পোস্ট কাউকে না দেখাতে তাহলে সেটা আপনি করতে পারবেন। মানে প্রাইভেসি সুবিধা রয়েছে।
- প্রোফাইলের জন্য প্রফেশনাল টুল পাবেন। পোস্ট রিচ, পোস্ট এনগেজমেন্ট এবং ফলোয়ার এর মত বিভিন্ন ইনসাইট পাওয়া যাবে।
- প্রফেশনাল মোড চালু থাকলে মূলত প্রোফাইল ট্রান্সপারেন্সি সেকশনে অধিক তথ্য প্রদর্শন করা হবে।
- ইন্ট্রো সেশনে ক্যাটাগরি অপশন এন্ড করা যাবে।
- এলিজিবল ক্রিয়াটার গণ ফেসবুক সাপোর্ট থেকে অর্থ উপার্জন করতে পারবেন
- প্রোফাইলের কনটেন্ট ও profile facebook ব্যবহারকারীদের সামনে ফলো করার জন্য রেকমেন্ড করা যাবে।
এক কথায়, ফেসবুকের এই নতুন ফিচারটি মূলত অনেক কাজে আসবে। পাঠক বন্ধুরা, আজকের এই আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইল এ প্রফেশনাল মোড অপশন চালু করতে না পারেন বা কোন বিভ্রান্তিতে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।