মোবাইল প্রসেসর কি : বর্তমান সময়ে আমাদের বন্ধুবান্ধবের কাছে এবং প্রতিবাদের মুখে অনেক বাসনা থাকে যে তাদের মোবাইলে 2GHz, 3GHz প্রসেসর আছে।
এছাড়া আরো অনেকে বলে থাকে, মোবাইল ফোনে- Dual Core, Quad Core বা Octa Core প্রসেসর আছে।
এ ধরনের প্রসেসরগুলো মোবাইলে থাকার জন্য মোবাইলগুলো ফাস্ট ও ভালো কাজ করে কি? এখন আপনারা হয়তো ভাবছেন, মোবাইলে প্রসেসরটি কি? বা প্রসেসর কাকে বলে? এবং প্রসেসর এর কাজ কি? কেন একটি ভালো প্রসেসর হলে মোবাইল ভালো কাজ করে।
এই প্রশ্নের টি সকলের মনে আসা স্বাভাবিক। আমি প্রশ্নের উত্তর আপনাকে আমাদের আলোচনার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের দেয়া কিন্তু শেষপর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
আপনারা যদি একটি নতুন মোবাইল কিনতে চান। তবে, প্রথমে মোবাইলের প্রসেসর এর ব্যাপারে অবশ্যই জেনে নেবেন।
তার কারণ আমরা আগেই বলেছি, মোবাইলে ভালো ভাবে কাজ করার জন্য। অবশ্যই একটি ভালো প্রসেসর দরকার হয়। যাতে করে কাজ করার সময় হ্যাং না হয়।
বিশেষ করে, মোবাইলে একটি ভালো প্রসেসর থাকলে। মোবাইল ব্যাটারি চার্জ বেশি সময় চলার শক্তি রাখে। মানে মোবাইল ব্যাটারি পুরোপুরি প্রসেসর এর উপর নির্ভর করে।
এক্ষেত্রে আপনি যদি মোবাইল কেনার সময় যদি, আপনি প্রসেসর এর উপর ধ্যান না রাখেন। তবে হয়তো আপনার ক্রয় করা নতুন স্মার্ট ফোন আপনাকে অসন্তুষ্ট করতে পারে।
এবং অনেক সময় আপনি স্লো মোবাঈল, মোবাইল গরম হওয়া, চার্জ বেশি যাওয়ার মতো অনেক সমস্যায় পড়তে পারেন। কারণ এই সব কিছু নির্ভর করে, প্রসেসর এর উপর।
তো চলুন একন জেনে নেওয়া যাক। মোবাইল প্রসেসর কি। এছাড়া আরো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাইলে নিচের ধাপ গুলো শেষ পর্যন্ত দেখুন।
অবশ্যই দেখুনঃ
- ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস | এম এম এস পাঠানোর নিয়ম
- সেরা 12 টি মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়
- সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার এর কাজ কি?
মোবাইল প্রসেসর কি?
মোবাইল প্রসেসর হলো আমরা যেমন কম্পিউটার বা ল্যাপটপে সিপিইউ কাজ করার জন্যে একটি প্রসেসর থাকে। ঠিক সেরকম ভাবে মোবাইল ডিভাইস এ কাজ করার জন্য একটি প্রসেসর দরকার।
প্রসেসর আপনার মোবাইল এর বোর্ড এ লেগে থাকা একটি ছোট চিপ যে, মোবাইল এ সকল প্রকার ছোট- বড় কাজ করার জন্য গুরুত্বপূর্ণ।
সহজ ভাবে বলতে গেলে, আপনার মোবাইল এর Brain এর মতো যে, সকল ছোট বা বড় কাজ যেমন- ভিডিও চলানো, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা ইত্যাদি আরো অনেক কিছু করতে মোবাইলকে সহায়তা করে। এবং একটি প্রসেসর ছাড়া, আপনার মোবাইলে এ গুলো কাজ কখনও সম্ভব হবে না।
তার জন্য, যখন আপনার মোবাইল এর প্রসেসর ভালো হবে না। তখন আপনার মোইলে সকল প্রকার কাজ করতে অনেক অসুবিধা হবে।
অসুবিধা গুলো হতে পারে- মোবাইল স্লো হতে পারে, হ্যাং হতে পারে, মোবাইল গরম হতে পারে, দ্রুত ব্যাটারি চার্জ শেষ হতে পারে ইত্যাদি।
কারণ আমরা আগেই বলেছি এই কাজ গুলো প্রসেসর এর মাধ্যমৈ মোবাইলে সম্পন্ন হয়ে থাকে। তার জন্য প্রসেসর ভালো না হলে কাজ গুলো মোবাইল সঠিক ভাবে করতে পারবে না।
যত ভালো ও ফাস্ট প্রসেসর আপনার মোবাইলে থাকবে। তত ভালো ও দ্রূত ভাবে আপনার মোবাইল ব্যবহার করতে পারবেন। মজার মজার অনলাইন গেম গুলো খেলতে পারবেন।
আপনার মোবাইল যদি গরম হয়, হ্যাং হয় বা স্লো কাজ করে কিংবা ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়। তাহলে বুঝবেন আপনার মোবাইলে ভালো প্রসেসর নেই।
আশা করি আপনি উক্ত আলোচনাতে বুঝতে পারছেন যে, প্রসেসর মূলত কি। যদি না বুঝে থাকেন। তাহলে দয়া করে উক্ত আলোচনা আরো একবার পড়ে নিন।
অবশ্যই পড়ুনঃ
- মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়, জেনে নিন সহজ মাধ্যম
- মোবাইল কেনার আগে যে ৮ টি জিনিস অবশ্যই দেখবেন ?
- অনলাইনে খেলা দেখার উপায় | সরাসরি খেলা দেখার মোবাইল সফটওয়্যারের নাম
মোবাইল প্রসেসর কত প্রকার ?
আপনারা সকলেই জানেন যে, স্মার্ট মোবাইলে প্রসেসর অনেক প্রকার হতে পারে। তার মধ্যে কিছু ফাস্ট মোটামুটি ভালো। আবার অনেক গুলো স্লো।
মোবাইল প্রসেসর বিশেষ করে চার প্রকার যথা-
- ডুয়েল কোর
- কোয়াড কোর
- হেক্সা কোর
- অক্টা কোর
উক্ত চার প্রকার প্রসেসর এ একটি সাধারণ পার্থক্য রয়েছে। সেটি হলো প্রতিটি কোর এর সংখ্যা আলাদা। ডুয়েল কোর দুইটি কোর থাকে। কোয়াড কোর চারটি, হেক্সা কোর ছয়টি আর অক্টা কোর প্রসেসর ৮ টি কোর থাকে।
এখন আপনারা মনে রাখবেন, আপনার প্রসেসর এর কোর এর সংখ্যা যত বেশি হবে। তার কাজ করার শক্তি অনেক বেশি থাকবে।
এতে করে মোবাইল দ্রুত কাজ করবে। এবং আপনার মোবাইল গরম হওয়া, হ্যাং হওয়া, ব্যাটারি বেশি চার্জ যাওয়া এই ধরণের অসুবিধা আপনাকে পড়তে হবে না।
কারণ প্রসেসর একটা কোর একেক টা হাতের মতো। তাই প্রসেসর যত কোর থাকবে। সে ততটা হাতের শক্তি দিয়ে কাজ করতে পারবে। এবং সেখানে তার কার্যক্ষমতা অনেক ভালো হবে।
তাই আপনি যদি নতুন মোবাইল ক্রয় করতে চান। তাহলে অবশ্যই মোবাইল কত কোর এর প্রসেসর লাগানো রয়েছে সেটি অবশ্যই জেনে নিবেন।
বর্তমান সময়ে মোবাইল এর জন্য অক্টা কোর বা কোয়াড কোর থাকা আপনার মোবাইলের জন্য অনেক ভালো। আর বর্তমান সময়ে আপনি অনলাইনে সার্চ করে, আপনার পছন্দের যে কোন কোর লাগিয়ে নিতে পারবেন।
কোন মোবাইল প্রসেসর ভালো?
মোট কথা একটি স্মার্টফোনে অনেক প্রকার প্রসেসর লাগানো থাকতে পারে। তাদের মধ্যে কোনটা ভালো বা কোনটা কিনলে ভালো কাজ করবে সেটি কিভাবে জানবেন।
কোন চিন্তা নাই। আমি আপনাকে জানিয়ে দেব।
আরো দেখুনঃ
আমরা আগেই বলেছি মোবাইল ক্রয় করার সময় সবার আগে প্রসেসর এর কোর কত সেটি জেনে নিবেন। একটি কোয়াড কোর, হেক্সা কোর কিংবা অক্টা কোর প্রসেসর অবশ্যই ভালো কাজ করে।
তার কারণ এগুলোতে কোর এর সংখ্যা অনেক বেশি থাকে। এবং এই সকল কোর চার গুন, ছয় গুন এবং আট গুন শক্তিতে কাজ করতে পারে। তবে একটি ভালো প্রসেসর 100% কোর এর উপর নির্ভর করে না।
এছাড়া আরো অনেক কিছু রয়েছে, যে গুলো দেখে আপনি অবশ্যই একটি ভাল প্রসেসর সহ মোবাইল ক্রয় করতে পারেন। সেগুলো হচ্ছে-
Processor architecture
প্রসেসর এর আর্কিটেকচার বা গঠন কিংবা ডিজাইন দেখা অনেক জরুরী। যেমন- সকল প্রকার ইলেকট্রনিক জিনিস সময়ে সময়ে উন্নত হতে থাকে। ঠিক তেমন ভাবে মোবাইল প্রসেসর গুলো উন্নত হয়।
সে গুলোর আকার আকৃতি গঠন ও কাজ করার ক্ষমতা সকল কিছু সময়ে সময়ে উন্নত ও ভালো হতে শুরু করে। তার জন্য অবশ্যই মনে রাখতে হবে যে, যখন মোবাইল ক্রয় করবেন বা কোন মোবাইল কিনবেন চিন্তা করছেন।
তখন সেখানে থাকা প্রসেসর Latest Architecture দ্বারা সম্পন্ন কিনা সেটি জেনে নিবেন।
তার জন্য আপনার প্রসেসর এর Cortex নাম্বার দেখতে হবে। মোবাইল এর প্যাকেট এর পেছনে Specification এর তালিকা বা ইন্টারনেটে সার্চ করে। মোবাইল এর প্রসেসর Cortex নাম্বারটি দেখতে পারবেন।
যদি প্রসেসর র্যাম Cortex A53 কিংবা RAM Cortex A57 লেখা থাকে। তাহলে সেই প্রসেসর নতুন এবং উন্নত মানের।
র্যাম Cortex এর সংখ্যা যত বেশি থাকবে প্রসসের Architecture ততটা নতুন বা উন্নত হবে।
আরো পড়ুনঃ
- এন্ড্রয়েড মোবাইলের জন্য অনলাইন গেম ডাউনলোড করুন
- Android মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ ? (ডাউনলোড করুন)
- মোবাইলের জন্য সেরা ৫ টি ফ্রি স্ক্রিন রেকর্ডার অ্যাপ – ডাউনলোড করুন
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজ আমাদের এই পোস্টে আপনাকে জানানো হলো- মোবাইল প্রসেসর কি? মোবাইল এর কোন প্রসেসর সবচেয়ে ভালো এই সম্পর্কে।
আপনি যদি একটি মোবাইল কিনতে চান। তাহলে সবার আগে আপনার মোবাইল প্রসেসর এর উপর নজর দিতে হবে। যা আপনাকে আর্টিকেলের শুরতেও বলেছি এবং শেষেও বলছি।
তাই আমাদের এই পোস্ট আপনার কাছে কেমন লাগলো, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি মোবাইল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।