এন্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম : বর্তমান সময়ে, আমাদের মধ্যে অনেকে রয়েছে। যারা নিজের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করার সময় বাংলাতে, লিখতে আগ্রহী থাকেন।
কিন্তু তাদের মোবাইলে, বাংলা অ্যাপস না থাকার ফলে, বাংলা লেখা সম্ভব হয়ে ওঠে না।
বিশেষ করে, আমরা যারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদি প্ল্যাটফর্মে, বাংলা লিখতে গেলে অবশ্যই বাংলা ফন্ট অ্যাপস ডাউনলোড করতে হবে।
তো আপনারা যারা নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে, একটি বাংলা কিবোর্ড ব্যবহার করতে আগ্রহী। তারা খুব সহজেই একটি অ্যাপস ব্যবহার করে বাংলা লিখতে পারবেন।
তো আমাদের আজকের আর্টিকেলে, আপনাদের সুবিধার জন্য। এন্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম সম্পর্কে। বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
তাই আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে বাংলা লিখতে চান? তাহলে আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
এন্ড্রয়েড মোবাইলে বাংলাতে লেখার নিয়ম
আপনাদের যেকোন অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলা ভাষাতে টাইপিং করার একটি জনপ্রিয় উপায় রয়েছে। আর সেই উপায়টি হচ্ছে, Google indic keyboard অ্যাপস।
Google indic keyboard মোবাইলের একটি টাইপিং কিবোর্ড যা ব্যবহার করে আপনারা ইংরেজি, বাংলা ভাষা সহ আরো অন্যান্য ভাষায় টাইপিং করতে পারবেন।
আপনি যদি মোবাইলে বাংলা লিখতে চান? তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে এই indic keyboard অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
তো এই অ্যাপটি ডাউনলোড করার পর। আপনারা কিভাবে কাজ করবেন কি কি সুবিধা পাবে। সে বিষয়ে জানতে আমাদের লেখা আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
Google Indic keyboard এপস ব্যবহার করে বাংলা কিভাবে লিখবেন ?
Google indic keyboard apps আপনার মোবাইলে ব্যবহার করার জন্য অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবেন।
তো সবার আগে, গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। তারপর অ্যাপ্লিকের সার্চ করুন। তারপর অ্যাপটি মোবাইলে ইন্সটল করুন।
তো ইন্সটল করার পর আপনারা কিভাবে এটি ব্যবহার করবেন। সে বিষয়ে জানতে নিজের তথ্যটি অনুসরণ করুন।
স্টেপ- ১
আপনার এন্ড্রয়েড মোবাইলে, Google indic keyboard ইন্সটল করে নেয়ার পর ওপেন করুন।
অ্যাপটি ওপেন করার পর সেখানে কিছু সেটিং সেটআপ করতে হবে্ তারপর আপনার মোবাইলে কি বোর্ডের দ্বারা বাংলা টাইপ করতে পারবেন।
স্টেপ- ২
এখন Google indic keyboard চালু করার সাথে সাথে আপনার কাছে একটি অপশন দেখানো হবে, enable in settings এই নামের। আপনারা সরাসরি ক্লিক করে দিবেন।
স্টেপ- ৩
enable in settings অপশনে ক্লিক করার পর, virtual keyboard settings নামে একটি পেজে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিছু অপশন দেখানো হবে।
আপনার এন্ড্রয়েড মোবাইলে Gboard ও google ভয়েস টাইপিং একটিভেট চালু বাটনে ক্লিক করে দিবেন।
স্টেপ- ৪
indic keyboard একটিভ করার সাথে সাথে আপনার একটি পপ-আপ নোটিফিকেশন দেখানো হবে। আপনার মোবাইলে আশা নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে ওকে বাটনে ক্লিক করবেন।
স্টেপ- ৫
নোটিফিকেশন ওকে বাটনে চাপার পর, আপনাকে একটি অপশন দেয়া হবে Select input method. সরাসরি আপনারা ক্লিক করে দিবেন।
স্টেপ- ৬
তারপর আপনাদের নিজের ভাষা সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে কিবোর্ডের ভাষা নির্বাচন করার জন্য একটু নিচে গেলে চেঞ্জ কিবোর্ড অপশন থেকে, English & indic languages অপশনটি সিলেক্ট করে দিবেন।
স্টেপ- ৭
তারপর আপনারা সেই অপশনে কিছু সেটিংস দেখতে পারবেন। সেটিংস অপশন গুলো থেকে প্রথমে, select input language অপশনে ক্লিক করে দিবেন।
স্টেপ- ৮
সকল কাজ করার পর এখন indic keyboard আপনার মোবাইলে যুক্ত হয়ে যাবে। তারপর আমাদের সিস্টেম ল্যাংগুয়েজ অপশনটি ডিজেবল করে দিতে হবে।
সিস্টেম ল্যাঙ্গুয়েজ ডিজেবল করার জন্য আপনাকে use system languages অপশনে প্রবেশ করে ক্লিক করতে হবে ডিজেবল লেখা।
স্টেপ- ৯
সিস্টেম ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে ডিজেবল করার পর নিচের অংশে আপনারা, active input method নামে অপশনে আরো কিছু ভাষা দেখতে পারবেন।
তো আপনি যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলা কিবোর্ড এর মাধ্যমে বাংলা লিখতে চান? সেখান থেকে সরাসরি বাংলা এবং ইংরেজি সিলেক্ট করে, অ্যাক্টিভ করে দিবেন।
স্টেপ- ১০
তো বন্ধুরা আপনার মোবাইলে ইন্সটল করা অ্যাপে ভাষা সিলেট করার পর, যখন কোন অ্যাপ বার টুলসে গিয়ে লিখতে যাবেন। তখন আপনার সামনে দুটি অপশন থাকবে একটি হচ্ছে বাংলা অন্যটি হচ্ছে ইংরেজি।
তাই আপনি যখন যে ভাষায় লিখতে চান? সেটি সিলেট করে দিবেন। বিশেষ করে আপনি যেহেতু বাংলা লিখতে চান। তাই বাংলা ভাষা সিলেক্ট করে লেখা শুরু করবেন
আর সব থেকে মজার বিষয় হলো- এই কীবোর্ড টি ব্যবহার করে, আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন। বাংলা এবং ইংরেজিতে খুব সহজে।
শেষ কথাঃ
আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলা টাইপ করার নিয়ম জানতে চান? তাহলে আপনাকে পরামর্শ দিব। উপরোক্ত android অ্যাপস টি google প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
আর ধাপে ধাপে অ্যাপটি সেটিং করে, বাংলা এবং ইংরেজি যুক্ত করে নিন। তারপর যে কোন ক্ষেত্রে আপনারা বাংলা এবং ইংরেজি খুব সহজেই টাইপিং করতে পারবেন।
তো আমাদের লেখা আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে আপনার কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। এই আর্টিকেলটি আপনার বন্ধুদের কাছে পৌঁছাতে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করুন ধন্যবাদ।