আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভাল আছেন। আপনাদের দোয়ায় ভালই আছি আমি। প্রথমত বলেনি আজ আমি অনেক খুশি। কারণ এই ওয়েবসাইটের আবার পেমেন্ট পেলাম। এর আগেও অনেক ফেক সাইটে কাজ করে দেখেছি। আর্টিকেল লিখতে বলে, অ্যাপ ডাউনলোড করতে বলে, সার্ভে পূরণ করতে বলে।
সব করার পরেও কোন টাকায় পাওয়া যায় না। আবার কিছু কিছু সাইট আছে যেগুলোতে আর্টিকেল লিখলে টাকা পাওয়া যাবে কিন্তু সেগুলো সাইটের এক একটা আইডি বা প্রোফাইল কিনতে অনেক টাকা লেগে যায়। পার্থক্যটা এখানেই।
অন্যান্য সাইটের প্রোফাইল কিনতে বা প্রোফাইল তৈরি করতে টাকা লাগে কিন্তু এই সাইটে একটি প্রোফাইল এর রেজিস্টার করলে 10 টাকা বোনাস পাওয়া যায়।
JIT Earning Programm কে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে। এর আগে অনেক ফেক সাইটে কাজ করে ঠকেছি। প্রথম কোন সাইটে কাজ করে টাকা পেলাম। আপনাদের সাথে কথা বলা বুঝেছি আপনি অনেক ভালো মানুষ। এবং উইথড্রো দেওয়ার পরে যদি আপনাকে মেসেজ দিই তাহলে আপনার সাথে সাথে টাকা পাঠায় দেন। এই সাইডে কাজ করা অনেক সহজ
এখানে টাকা ইনকাম করার তিনটি উপায় আছে। কি হচ্ছে আর্টিকেল লিখে ইনকাম। এই বিষয়টা হয়তোবা আপনারা সবাই জানেন যে প্রতি আর্টিকেল লিখলে সর্বনিম্ন 10 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত পাওয়া সম্ভব। আর্টিকেল ভালো এবং মানসম্পন্ন এবং বেশি ওয়ার্ডের হলে আমাদের শরিফুল ভাই 200 টাকা পর্যন্ত দিতে পারে।
তৃতীয়তঃ ভিউজ এর উপর টাকা। আর্টিকেল যদি ভালো মানসম্পন্ন হয় তাহলে সেই আর্টিকেলে নিশ্চয়ই কিছু ভিউজ হবে। ভিউ যার ওপর আপনারা 50 পয়সা থেকে শুরু করে তার চেয়েও বেশি পেতে পারেন।
গুগোল অনেক সাইট আছে। এজন্য আপনাদের সবারই না বিশ্বাস করতে কষ্ট হবে যে এ সাইডে সত্যি সত্যি টাকা দেওয়া হয়। এজন্যই আমি আপনাদেরকে আজ প্রেমেন্ট প্রুফ দেবো।

নিচের ম্যাসেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সাইটে সত্যি সত্যি টাকা দেওয়া হয়।
এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শরিফুল ভাই আমাকে টাকা পাঠিয়েছে সেই মেসেজ। এই ছবিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন ফেক বা এডিট করা ছবি না। নিশ্চিন্ত এই সাইটে কাজ করতে পারেন।
website: জে-আইটি আর্নিং প্রোগ্রাম
Leave a Reply