রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ | Rocket Account opening

প্রিয় পাঠক, আসলামুআলাইকুম আপনারা সবাই কেমন আছেন, আশা করি নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন এটাই আমাদের চাওয়া। আপনারা অবশ্যই আজকের উপরে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার মূল টপিক কি।

হ্যাঁ, আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে বলে আমি মনে করি। আজকের আলোচনার মূল বিষয় রকেট একাউন্ট খোলার নিয়ম।

আপনি যদি মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে রকেট একাউন্ট খোলার নিয়ম বিস্তারিত বিষয়গুলো যদি জানতে বেশি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকে এই আর্টিকেল একদম শেষ পর্যন্ত পড়ুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ | Rocket Account opening

Rocket Account কি এবং এটি কিভাবে তৈরি করবেন এবং এটি তৈরি করার মাধ্যমে আপনারা কি কি কাজ গুলো সহজে করতে পারবেন। এ বিস্তারিত তথ্য গুলো যদি আপনি জানতে চান,

তাহলে, খুব সহজেই এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিতে পারবেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ জানার জন্য একদম শেষ পর্যন্ত দেখুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২
রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২

রকেট একাউন্ট কি ? What’s is Rocket Account

রকেট হলো ডাচ বাংলা ব্যাংকের একটি নিজস্ব প্রতিষ্ঠান রকেট, তারা মোবাইলের মাধ্যমে রকেট ব্যাংকিং এর সুবিধা চালু করেছে এবং Rocket Account এর মাধ্যমে আপনারা খুব সহজে টাকা আদান প্রদান করতে পারবেন।

এছাড়া স্কুল-কলেজের বিভিন্ন ধরনের বেতন এই রকেট একাউন্টের মাধ্যমে দেওয়া যায় এবং অন্যান্য টাকাগুলো Rocket Account এর মাধ্যমে আপনারা খুব সহজেই নিয়ে আসতে পারবেন।

রকেট একাউন্ট কেন ব্যবহার করবো | Rocket Account

এখন হয়তো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কেন আমি রকেট একাউন্ট তৈরি করব, রকেট একাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি কি কি সুবিধা গুলো পেতে পারেন।

অবশ্যই আমি আপনাদের Rocket Account খোলার নিয়ম বোঝার সুবিধার্থে নিচে লিস্ট করে দিচ্ছি, সেখানে আপনি দেখতে পাবেন।

  • ঘরে বসে রকেট একাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
  • ঘরে বসেই রকেট একাউন্টের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন।
  • ঘরে বসে রকেট একাউন্ট এর সাহায্য বিভিন্ন জিনিসপত্র অনলাইনে অর্ডার করতে পারবেন।
  • রকেট একাউন্ট থাকলে বিদ্যুৎ বিল এবং ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে পারবেন ঘরে বসে।
  • খুব সহজে আপনার সেলারি নিতে পারবেন রকেট একাউন্ট এর মাধ্যমে।
  • আরোও অন্যান্য সুবিধা সমূহ থাকছে।

কিভাবে রকেট একাউন্ট তৈরি করব | How to Register Dutch Bangla Bank Rocket Account

আপনি খুব সহজে ঘরে বসেই Rocket Account তৈরী করে নিতে পারবেন। মোবাইল এর মাধ্যমে Rocket Account তৈরি করার সময় অবশ্যই আপনার মোবাইলে যে, ডায়ালার অপশনটি রয়েছে সেখানে প্রবেশ করুন।

এরপরে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *৩২২# এরপর আপনি আপনার তথ্যগুলো দিয়ে খুব সহজে Rocket Account তৈরি করে নিতে পারেন।

রকেট একাউন্ট তৈরি করতে কি কি লাগে | How to register Rocket account

আপনি যদি একটি Rocket Account তৈরী করতে চান, তাহলে আপনার কি কি জিনিস প্রয়োজন হতে পারে, এই বিষয়টি আপনারা হয়তো অনেকেই জানেন না এবং অনেকেই জানার জন্য চেষ্টা করে থাকেন।

আপনার Rocket Account তৈরি করার জন্য যে, বিষয়গুলো লাগবে, সেগুলো অবশ্যই আমি আপনাদের বোঝার সুবিধার্থে নিচে লিস্ট করে দিচ্ছি সেখানে দেখুন।

  1. আপনার ভোটার আইডি কার্ড
  2. আপনার মোবাইল নাম্বার
  3. আপনার পরিষ্কার এক কপি ছবি

রকেট অ্যাপস দিয়ে কিভাবে একাউন্ট তৈরি করতে হয় | How to Open Rocket Account by App Free

আপনি কিভাবে মোবাইল এর মাধ্যমে রকেট অ্যাপস এর সাহায্য নিয়ে একাউন্ট তৈরি করবেন।

  • প্রথমে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে রকেট অ্যাপসটি ডাউনলোড করে নিন।
  • এরপরে আপনি রকেট অ্যাপস ওপেন করুন।
  • এরপরে আপনি দেখতে পাবেন, দুটি অপশন লগইন এবং রেজিস্ট্রেশন।
  • এরপরে আপনি ক্লিক করবেন, রেজিস্ট্রেশন অপশনটিতে।
  • এরপরে আপনার নিজস্ব ভোটার আইডি কার্ডের সামনের ছবি তুলে দিতে হবে এরপরে আপনার এনআইডি কার্ডের পিছনের ছবি তুলে দিতে হবে।
  • এরপর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে।
  • এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে, সেটি আপনাকে দিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে।
  • এরপরে আপনার একটি ছবি দিতে হবে।
  • এরপর আপনার পিন সেটআপ করে Rocket Account তৈরি।

রকেট একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় | How to change Rocket account PIN number

কোন কারনে যদি আপনা Rocket Account এর পাসওয়ার্ড হারিয়ে ফেলেন। তাহলে তখন আপনি কি করবেন তার জন্য অবশ্যই আমি যে টিপস গুলো এখন আপনাদের মাঝে শেয়ার করব।

সেগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভালোভাবে লক্ষ্য করবেন। আপনার Rocket Account এর পাসওয়ার্ড উদ্ধার করার জন্য আমি সরাসরি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর হেল্পলাইন নাম্বারটি রয়েছে।

সেখানে আপনি কল করবেন এরপরে আপনি আপনার সঠিক ইনফরমেশন গুলো ওদেরকে দিবে এরপরে আপনার নতুন পিন দেওয়া হবে।

রকেট একাউন্ট থেকে টাকা পাঠানোর নিয়ম | Person to Person Transfer (Send Money)

এখন আপনার ভালোভাবে জানা প্রয়োজন আপনি কিভাবে আপনার রকেট থেকে টাকা পাঠিয়ে দিবে। Rocket Account থেকে ৩টি নিয়মে টাকা পাঠানো যায়। অবশ্যই আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এজন্য নিজের লিস্ট করে দেওয়া হল।

  1. সেন্ড মানি
  2. ক্যাশ আউট
  3. মার্চেন্ট নাম্বার

আপনি সেন্ড মানি করে টাকা পাঠাতে পারবেন। এছাড়া আপনি ক্যাশ আউট করতে পারবেন। এছাড়া মার্চেন্ট নাম্বারে টাকা পাঠাতে পারবেন। এই ৩টি উপায়ে খুব সহজে Rocket Account এর মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারবেন।

রকেট একাউন্ট দেখার নিয়ম | DBBL Rocket code

কিভাবে আপনি আপনার Rocket Account দেখতে পারবেন, তার জন্য আপনাকে আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *৩২২# তারপরে আপনি আপনার পিন নাম্বার গুলো দিয়ে সবকিছু সেট করে দেখে নিতে পারবেন।

এছাড়া রকেটের যে গুগল প্লে স্টোরে এপস রয়েছে, সেটির মাধ্যমে আপনার পিন নাম্বারটি দিয়ে রকেট একাউন্টের সবকিছুই দেখতে পারবেন।

Rocket Account সম্পর্কে বিস্তারিত

Rocket Account সম্পর্কে যে বিস্তারিত তথ্য গুলো রয়েছে, সেগুলো আপনাদের মাঝে আমি এই পোস্ট এর মাধ্যমে শেয়ার করেছি। এছাড়া আপনি যদি Rocket Account এর আরো অন্যান্য টিপস-এন্ড-ট্রিকস সম্পর্কে জানার আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ আমি আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করেছি এগুলো যদি আপনি ভালোভাবে পড়েন এবং লক্ষ্য করে থাকেন, তাহলে খুব সহজে আপনি Rocket Account তৈরি করে ভালোভাবে লেনদেন করতে পারবেন।

এছাড়াও আপনি যদি নতুন সালে Rocket Account তৈরি করলে তাহলে আপনাকে বোনাস এছাড়া আপনি আরো Rocket Account রেফার করে টাকা ইনকাম করতে পারবেন। আজকে এই আর্টিকেল এই পর্যন্তই আপনারা সবাই ভাল থাকো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

এই ওয়েবসাইটের আরও পোস্ট..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *