সবাইকে স্বাগতম আজকের ডোমেইন কি হোস্টিং কি টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের জানাব ডোমেইন কি হোস্টিং কি ? আপনি যদি একজন ব্লগার অথবা একজন ফ্রিল্যান্সার অথবা একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে, ডোমেইন কি হোস্টিং কি ?
যারা অনেকদিন যাবত অনলাইনে আছেন তাদের জন্য ডোমেইন এবং হোস্টিং একটি পুরনো বিষয়।তবে নতুনরা ডোমেইন এবং হোস্টিং সম্বন্ধে জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে থাকেন। আশাকরি আজকে আমি পুরো বিষয়টা আপনাদের ভালো করে বুঝাতে সক্ষম হব। তো চলুন আজ জেনে নেয়া যাক ডোমেইন কি হোস্টিং কি !
ডোমেইন কি?
সহজ কথায় কোন ওয়েবসাইটের নামকেই ডোমেইন বলা হয়। অর্থাৎ আপনার ওয়েবসাইট ভিজিট করার জন্য যে ঠিকানায় প্রবেশ করা হয় সেটাই হচ্ছে ডোমেইন। যেমন ফেসবুকের ইউ আর এল: Facebook.com এখানে ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে ফেসবুক এবং শেষের ডট কম হচ্ছে একটি এক্সটেনশন।
ডোমেইনের এক্সটেনশন গুলো আবার অনেক ধরনের হয় বিভিন্ন ধরনের ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়। তবে ডটকম এক্সটেনশন সবচেয়ে জনপ্রিয় এবং এটি ব্যবসা রিলেটেড ওয়েবসাইট এর ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করে থাকেন।
- .com হল কমার্শিয়াল এর সংক্ষিপ্ত রূপ। তাই ডটকম ডোমেইন কমার্শিয়াল ওয়েবসাইট বেশি ব্যবহার করা হয়।
- .org ব্যবহার করা হয় অর্গানিজেশন সাইটের জন্য। বড় বড় কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি ডোমেইন এর ক্ষেত্রে .org ব্যবহার করা হয়।
- .net ব্যবহার করা হয় নেটওয়ার্কিং সাইটের জন্য।
- .info ব্যবহার করা হয় তথ্য সংক্রান্ত ওয়েবসাইট এর জন্য।
এছাড়াও আরও অনেক ধরনের ডোমেইন আছে তবে এগুলোই ডোমাইন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এবার আসি হোস্টিং প্রসঙ্গে:
হোস্টিং কি?
কোন ওয়েবসাইট যে জায়গা জুড়ে থাকবে সেটাই ওয়েবসাইটের হোস্টিং। অর্থাৎ আপনার ওয়েবসাইটে ইন্টারনেটে রাখার জন্য যে মেমোরির প্রয়োজন হয় এবং সেই মেমোরিকে হোস্টিং বলা হয়। হোস্টিং এর জায়গা যত বেশি তত বেশি ওয়েব সাইটের কনটেন্ট রাখা যাবে।
সহজ ভাষায় একটা ওয়েবসাইটের লেখা ছবি অডিও ভিডিও যেখানে থাকে সেটাকেই হোস্টিং বলে। হোস্টিং এমন একটা কম্পিউটারে রাখতে হয় যেখানে 24 ঘন্টা ইন্টারনেট কানেকশন থাকে এবং ইলেকট্রিক কানেকশন ও থাকে।
হোস্টিং কে সার্ভার আবার ওয়েব সার্ভার ও বলা হয়।
উদাহরণ দিয়ে বুঝাতে গেলে ধরুন, আপনি যে ওয়েবসাইটে এই পোস্টটি পড়তেছেন mayajaal.net. এই ওয়েবসাইটের ডোমেইন নাম হচ্ছে mayajaal এবং এর ডোমেন এক্সটেনশন হচ্ছে .net।
আপনি যে এই আর্টিকেলটি পড়তেছেন এটা কোন না কোন হোস্টিং সার্ভারে রাখা আছে। এবং সেই হোস্টিং সার্ভারটি দিন রাত 24 ঘন্টা চালু করা থাকে।
যদি কোনো কারনে সে সার্ভারে ইন্টারনেট কানেকশন না থাকে বা কারেন্ট না থাকে, তাহলে সেই সার্ভার যদি অফ হয়ে যায় তাহলে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না এবং এই আর্টিকেলগুলো এখানে পাবেন না।
এ আর্টিকেলগুলো এই ওয়েবসাইটের হোস্টিং সার্ভারে রাখা আছে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনারা সেগুলো পরতে পারতেছেন।
হ্যাঁ নিশ্চয়ই আপনি আগে যে এই ধারণাটি সত্যি মনে করতেন সেটা একদমই মিথ্যা এবং এখনও বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ এটাই মনে করে যে আমরা ইন্টারনেটের যে ফটো বা ভিডিও দেখে থাকি বা ফেসবুকে যে ফটো ভিডিও আপলোড করি সেগুলো বাতাসে ভেসে বেড়ায়।
আসলে এগুলো ফেসবুকের সার্ভারে স্টোর করা থাকে এবং সেখান থেকে ইন্টারনেট এর কানেকশন এর মাধ্যমে আমরা দেখতে পাই।
আপনি যদি প্যাসিভ ইনকাম সম্পর্কে বুঝতে না পারেন তাহলে এয়ার টিকেট দেখতে পারেন প্যাসিভ ইনকাম করুন মাসে 60 থেকে 80 হাজার টাকা
ডোমেইন কি হোস্টিং কি
আশা করি আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন ডোমেইন কি হোস্টিং কি । আপনি যদি ডোমেইন কি হোস্টিং কি বুঝতে না পারেন, তাহলে আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করবো আপনাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার।
আমি চেষ্টা করেছি আপনাদের ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আমাদের সাথেই থাকুন
আজকে এ পর্যন্তই ভালো থাকবেন।