এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে ফাস্ট করার উপায় : বর্তমান সময়ে, আমরা যখন নতুন কোন এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে থাকি। তখন মোবাইলটি বেশ ভালোভাবে ব্যবহার করা যায়।
কিন্তু কিছুদিন সময় পার হওয়ার পরে আমাদের মোবাইল স্লো হওয়ার মতো সমস্যা গুলো দেখা দেয়।
সে সমস্যা গুলোর মধ্যে মোবাইল হ্যাং হওয়া, স্লো কাজ করা ইত্যাদি।
তোর এন্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার অনেক কারণ থাকতে পারে। মোবাইল নতুন থাকা অবস্থায় আমরা সকলেই সেটের অনেক যত্ন নিয়ে থাকি।
- ট্রেনের টিকিট কাটার অ্যাপ (5 মিনিটে ট্রেনের টিকেট)
- ক্যামেরা Apps : সব চেয়ে ভাল মোবাইল ক্যামেরা অ্যাপ ডাউনলোড করুন
কিন্তু মোবাইল ফোন পড়ানো হতে থাকলে, আমরা সেই মোবাইলটি আর যত্ন নেয় না।
যার জন্য এন্ড্রয়েড ফোনের ওপর খারাপ প্রভাব পড়তে পারে যাতে করে আপনার মোবাইল হ্যাং, স্লো হওয়া শুরু করে।
তো যাই হোক আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হয়ে যায়। বা হ্যাং হয়ে যায়, অ্যাপ চালু হাতে অনেক বেশি সময় লাগে।
তবে কিছু সাধারণ উপায় এবং নিয়ম ব্যবহার করে আপনারা নিজের মোবাইল নিজেই ফাস্ট করতে পারবেন।
তো বন্ধুরা আমি আজ আপনার সুবিধার জন্য এখানে আলোচনা করব। অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে ফাস্ট করার নতুন উপায় নিয়ে।
আপনি যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চান? তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
মোবাইল স্লো হওয়ার কারণ কি ?
Android mobile slow হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। বিশেষ করে, কম প্রসেসর স্পিড, প্রেমের ধারণ ক্ষমতা কম থাকায় এবং ইন্টার্নাল স্টোরিজ এর প্রভাব।
আপনার মোবাইলে এই তিনটি জিনিসের উপর নির্ভর করে একটি মোবাইল স্লো এবং ফাস্ট হয়ে থাকে।
তার কারণ আপনার মোবাইল যে, কোন কাজ বা ফাংশন শুরু করার পূর্বে তাকে মোবাইলে থাকা প্রসেসর এবং র্যাম এর মাধ্যমে কাজ করতে হয়।
আপনার যদি মোবাইলে কম ধারন ক্ষমতার প্রসেসর বা র্যাম লাগানো থাকে। সেক্ষেত্রে তার কাজ করার ক্ষমতা কম হবে যার ফলে স্লো বা হ্যাং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
তো আপনার কাছে যদি অনেক পুরনো একটি এন্ড্রয়েড ফোন থাকে। সেখানে অনেক কম মানে 500 MB বা 1GB র্যাম লাগানো থাকে এবং প্রসেসারি স্পিড অনেক কম থাকে সেক্ষেত্রে এন্ড্রয়েড ফোন স্লো হবেই।
তো বন্ধুরা টেনশন এর কোন কারণ নেই এ ধরনের পুরাতন মডেলের মোবাইল দ্রুত/ ফাস্ট করানোর জন্য আপনার কাছে শুধুমাত্র একটি উপায় রয়েছে।
আর সেটি হচ্ছে মোবাইলে কম-কম অ্যাপস ব্যবহার করা। তো সকল প্রকার অ্যাপস আপনাকে আনইন্সটল করতে হবে এবং শুধুমাত্র দুই থেকে তিনটি অ্যাপস ব্যবহার করতে হবে।
পনি যখন মোবাইলে কম পরিমাণের অ্যাপস ব্যবহার করা শুরু করবেন তখন মোবাইলের প্রসেসর এবং র্যামের উপর চাপ কম হবে। যার ফলে আপনার এন্ড্রয়েড ফোন ফাস্ট কাজ করবে।
এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে ? ফাস্ট করার নতুন উপায়
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে ফাস্ট করার উপায় জানতে এসেছেন। তবে আমি আপনাকে সঠিক উত্তর গুলো জানিয়ে দেব।
আপনি আমাদের উপায় গুলো অনুসরণ করে খুব সহজে এন্ড্রয়েড মোবাইল ফাস্ট করতে পারবেন।
তো চলুন জেনে নেয়া যাক অ্যান্ড্রয়েড মোবাইল ফাস্ট করার নতুন উপায় গুলো সম্পর্কে।
RAM বুস্টার অ্যাপস ব্যবহার
আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফাস্ট রাখার জন্য। অবশ্যই র্যাম বুস্টার অ্যাপ ব্যবহার করতে হবে।
মোবাইল র্যাম বুস্টার অ্যাপস মূলত আপনার মোবাইলের রেমটিকে বোস্ট করে এবং ফ্রি করে দেয়। মোবাইলের র্যাম ফ্রি থাকলে সেটি এমনিতেই ফাস্ট কাজ করবে।
ছাড়া আপনারা র্যাম পোস্টার অ্যাপ ব্যবহার করে, মোবাইলের সিস্টেম মেমোরি এবং সিস্টেম করে মোবাইলের পারফরম্যান্স অপটিমাইজেশন করতে সহায়তা করে।
আপনি যখন মোবাইলে কোন অ্যাপস চালু করবেন। তখন সেটি ফার্স্ট চালু হবে কোন প্রকার হ্যাং হওয়ার সম্ভাবনা দেখা যাবে না।
আপনারা চাইলে খুব সহজেই র্যাম পোস্টার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।
বর্তমান সময়ে, গুগল প্লে স্টোরে প্রচলিত জনপ্রিয় কিছু এন্ড্রয়েড র্যাম বুস্টার অ্যাপ এর নাম হচ্ছে-
- Cache cleaner app
- Clean master – cheetah mobile
- Speed Booster ইত্যাদি।
এখান থেকে আপনার পছন্দমত যেকোনো একটি র্যাম বুস্টার অ্যাপ ডাউনলোড করে, রেখে দেবেন। তাহলে আপনারা যে কোন অ্যাপস ফাস্ট কাজ করতে পারবেন।
অপ্রয়োজনীয় Apps আনইনস্টল করে দিন
আপনার যদি প্রশ্ন হয় অ্যান্ড্রয়েড ড মোবাইল স্লো হয়ে গেছে? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইল ফাস্ট করার জন্য অপ্রয়োজনে অ্যাপস আনইন্সটল করে দিতে হবে।
কারণ আপনার এন্ড্রয়েড মোবাইলে থাকা প্রতিটি অ্যাপস মোবাইলের কিছু সিস্টেম স্টোরেজ, ইন্টারনেট, মেমোরি, র্যাম এবং ব্যাকগ্রাউন্ডের প্রসেসর ব্যবহার করে।
যার ফলে আমরা বুঝতেও পারি না যে আমাদের মোবাইল স্লো বা হ্যাং হয়ে যাচ্ছে। কিন্তু মোবাইল স্লো কাজ করার আসল কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ করতে থাকা অ্যাপসগুলো।
তো আপনি যদি নিজের মোবাইল ফাস্ট করার উপায় জানতে চান? তাহলে সবার আগে আপনার মোবাইলে থাকা অপ্রয়োজনে অ্যাপস গুলো আনইন্সটল করে দিন।
অপ্রয়োজনীয় Apps ডিজেবল করে দিন
ওপরের আলোচনাতে আমি আপনাকে জানিয়েছি অপ্রয়োজনীয় apps আনইন্সটল করে দিন। তাহলে আপনার মোবাইল ফাস্ট কাজ করবে।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেক ধরনের অ্যাপস মোবাইলে অনেক ধরনের কাজ ব্যাকগ্রাউন্ডে করে থাকে যেগুলোর বিষয়ে আমরা জানতে পারি না।
এছাড়া অ্যাপস আপনার মোবাইলের রেম মেমোরি এবং ইন্টার্নাল স্টোরেজ এর কিছু অংশ নিয়ে থাকে।
যার ফলে, যখন আপনার মোবাইলে নতুন নতুন অ্যাপস ইন্সটল করা হয়। তখন সিস্টেম র্যাম মেমোরি ও ইন্টার্নাল স্টোরেজ কমতে থাকে।
বেশি পরিমাণের অ্যাপস ব্যবহার করার জন্য সিস্টেম র্যাম ও ইন্টারনাল স্টোরেজ প্রায় আশি পার্সেন্ট কমে যায়। যার ফলে, মোবাইল আস্তে আস্তে স্লো মোশন কাজ করে।
তাই আপনার মোবাইলের অপ্রয়োজনে অ্যাপস ডিজেবল করে দিন। এজন্য আপনাকে force stop বা Apps disable ফাংশন ব্যবহার করে মোবাইলের ইন্টারনাল স্টোরেজ ও সিস্টেম র্যাম রক্ষা করতে পারেন।
তাহলে আশা করা যায় আপনার মোবাইলটি ফাস্ট কাজ করবে।
অ্যাপ Update রাখুন
আমাদের মধ্যে যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তাদের মধ্যে 50 পার্সেন্ট মানুষ মোবাইলে যে অ্যাপ ইন্সটল থাকে সেগুলোই কোন প্রকার আপডেট না দিয়ে ব্যবহার করা যায়।
যার ফলে অ্যাপসগুলো ধীরে ধীরে স্লো হয়ে যায়। এবং আপনি সেগুলো ব্যবহার করে অনেক অসুবিধা পড়ে যান।
আমরা জানি ডেভলপাররা অ্যাপসগুলোর পারফরম্যান্স এবং স্প্রিড ফাস্ট করার জন্য কিছু কিছু আপডেট প্রচার করেন। তাই যখন আপনার মোবাইলে অ্যাপ আপডেট নোটিফিকেশন চলে আসবে।
যার ফলে আপনার মোবাইলের অ্যাপসগুলো ফাস্ট হয়ে যাবে।
আর বিশেষ করে আপনার মোবাইলে থাকা সকল প্রকার এপ্স নিয়মিতভাবে প্রতি মাসে একবার হলেও আপডেট করার চেষ্টা করবেন।
শেষ কথাঃ
আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের জানিয়ে দেয়া হলো এন্ড্রয়েড মোবাইল স্লো হয়ে গেছে ? ফাস্ট করার নতুন উপায় গুলো সম্পর্কে।
তো আপনারা যারা বর্তমান সময়ে, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন। যদি স্লো বা হ্যাং হওয়ার সমস্যায় ভুগেন।
সে ক্ষেত্রে উপরোক্ত কাজ গুলো নিয়ম অনুযায়ী করে সহজেই আপনার মোবাইলটি ফাস্ট করতে পারবেন।
তো মোবাইল ফাস্ট করার বিষয়ে আপনার যদি আরো কোন তথ্য জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আপনি যদি মোবাইল অ্যাপ সংক্রান্ত নতুন নতুন তথ্য জানতে চান? তাহলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।