সার্ভে কি? সার্ভে করে আয় করার সেরা ৭ টি ওয়েবসাইট   

সার্ভে কি : অনলাইনে আয় করার একটি  জনপ্রিয় মাধ্যম হল সার্ভে করে আয়। এই কাজটি নতুনদের জন্য, অনেক জনপ্রিয় এবং যারা বর্তমান সময়ে অনলাইন জগত সম্পর্কে সঠিক ভাবে জানে না তাদের কাছে এটি অন্যতম জনপ্রিয় একটি কাজ।

অনলাইনে আয় করার জন্য অনেক পেইড সার্ভে থাকে। যে গুলো সম্পন্ন করে অনলাইন থেকে আয় করা যায়।

আমাদের মধ্যে অনেক লোক আছে। যারা প্রতিদিন 2-3 ঘন্টা সার্ভে কাজ করে মাসে প্রায় ১০-১২ হাজার টাকা আয় করে যাচ্ছে।

এই সার্ভে/জরিপ কাজটি সব চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ছাত্র-ছাত্রী এবং গৃহিনীদের জন্য অনেক লাভজনক।

অনলাইনে সার্ভে করে আয় করাটা বর্তমান সময়ে বিখ্যাত হয়ে উঠছে। তাই এই সুযোগ কাজে লাগিয়ে অনেক স্প্যাম বা ফেক পেইড সার্ভে ওয়েবসাইট আছে। যেখানে আপনি কষ্ট করে কাজ করার পরেও টাকা পাবেন না।

তাই আজকের এই আর্টিকেল এর মাধ্যমে জানাব সঠিক পেইড সার্ভে করে আয় করার সেরা মাধ্যম গুলো নিয়ে।

তাই আপনি যদি সার্ভে করে আয় করার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিচে দেওয়া তথ্য গুলো অনুসরণ করুন।

সার্ভে কি? সার্ভে করে আয় করার সেরা ৭ টি ওয়েবসাইট   
সার্ভে কি? সার্ভে করে আয় করার সেরা ৭ টি ওয়েবসাইট

সার্ভে কি?

সার্ভে সম্পর্কে জানতে, আপনাকে কিছু তথ্য দেব যার মাধ্যমে বুঝে নিতে পারবেন। মনে করুন একটি কোম্পানি কি ধরণেল পণ্য তৈরি করবে এবং সেই পণ্য কি কি ফিচার থাকবে।

কি কি সুবিধা থাকলে মানুষ এর ভালো লাগবে সেই পণ্যটি জানার জন্য মানুষ এর বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এসে বিভিন্ন ধরণের প্রশ্ন জানতে চাইবে।

এই বিষয় গুলোই হলো সার্ভে বা জরিপ।

অনেক সময় কোম্পানি গুলা পণ্যের ভালো ও খারাপ দিক গুলো জানার জন্য এমন সার্ভে করে থাকে।

এই সার্ভে বা জরিপ যখন অনলাইনে করা হয়। তখন তাকে অনলাইন সার্ভে বলা হয়। বর্তমান সময়ে যেহেতু মানুণ বেশির ভাগ সময়ে অনলাইন মুখী।

তাই এসকল কোম্পানি চিন্তা করে রাস্তা ঘাটে না দাড়িয়ে মানুষ কে এরণের প্রশ্ন না করে অনলাইননে মাধ্যমে করলে মানুষের আকর্ষণ ও আগ্রহ পাওয়া যায়।

তার জন্য এখন এই সার্ভে গুলো বেশির ভাগ অনলাইনে হয়ে থাকে। যাকে আমরা অনলাইন সার্ভে বলি।

অনলাইন সার্ভে করে আয় করা করবে?

অনলাইন এর মাধ্যমে সার্ভে করে আয় সকলের জন্য সাজেস্ট করব না। কারণ অনলাইন সার্ভে করে আয় একটি কোন পার্মান্টে কাজ না, অনলাইন আয় করার জন্য। এই কাজটির মাধ্যমে অনলাইনে অনেক বেশি টাকা আয় করা সম্ভব না।

আপনি যদি একজন ছাত্র বা গৃহিনী হয়ে থাকেন। তাহলে আপনার প্রতি মাসে পকেট খরচ বা হাত খরচ চালানোর মতো অল্প টাকা আয় করতে পারবেন।

আপনি যদি ছাত্র বা গৃহিনী হোন তাহলে এই কাজটি করে আপনার জন্য পোষাবে। এখানে আপনি জানতে পারলেন সার্ভে কারা করতে পারবে। আমরা এখানে জানাব কিভাবে অনলাইনে সার্ভে করে আয় করবেন।

কিভাবে সার্ভে করে আয় করা যায়?

সার্ভে কি? এ বিষয়ে জানতে পারছেন। এখন আপনি জানতে পারবেন, কিভাবে সার্ভে করে আয় করা যায়। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন কোন কোম্পানি একটি সার্ভে করতে চায়।

তাহলে তার জন্য উপকৃত কোম্পানি কে টাকা দিয়ে তাদের কিছু প্রতিনিধি ভাড়া করতে হয়। যারা লোকদের কাছে গিয়ে প্রশ্ন করবে। সেই সকল লোক প্রশ্নের উত্তর দিবে না। অনেকে আবার বিরক্ত বোধ করবে।

তাই কোম্পানি গুলো চিন্তা করে যদি অনলাইনে সার্ভে বা জরিপ তারা কোন প্রতিনিধি দের টাকা দিয়ে সেই টাকা যারা সার্ভে করবে তাদেরকে দেই তাহলে মানুষ আরো বেশি আগ্রহী হবে সার্ভে বা জরিপ করার জন্যে।

তখন সেই প্রচল ঘটে অনলাইন পেইড সার্ভে মানে যে অনলাইন সার্ভে গুলোতে অংশ গ্রহণের জন্য টাকা দেওয়া হবে।

যদি শটকাটে বলা হয় তবে এমন ভাবে বলা যাবে, সার্ভে করে আয় বলতে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আয় করা।

অনলাইন সার্ভে করে আয় করতে কি কি লাগে?

আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে, কখনও তো বাংলাদেশ থেকে এমন অনলাইন পেইড সার্ভে করা হতে দেখি নাই বা শুনি নাই।

আসলে বাংলাদেশে এসকল অনলাইন পেইড সার্ভে করা হয় না। সার্ভে কাজ গুলো কিছুটা ভারতে হয় এমন সার্ভে।

আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে সার্ভে করতে চান তার জ্য আপনাদের প্রয়োজন হবে পেইড ভিপিএন।

আপনি বাংলাদেশের আইপি ঠিকানা দিয়ে কাজ করতে পারবেন না। তাই VPN অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড করে ইন্ডিয়ার আইপি ঠিকানা যুক্ত করে সার্ভে করে আয় করতে পারবেন।

সার্ভে করে আয় করার সেরা ৭ টি ওয়েবসাইট

আপনি যদি অনলাইন সার্ভে করতে চান? প্রয়োজনীয় সব জিনিস তৈরি থাকে তবে এবার আপনাকে কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইট যেখানে আপনি কাজ করার পরে 100% টাকা পাবেন। সেই ওয়েবসাইট গুলোতে একাউন্ট তৈরি করতে হবে।

আমরা আপনার জন্য এখানে কিছু জনপ্রিয় ওয়েবসাইট এর তালিকা প্রস্তুত করেছি। সেগুলো আপনি কাজ করে টাকা আয় করতে পারবেন।

১।  viewpointpanel.com

সার্ভে করে আয় করার জন্য আপনি এই ওয়েবসাইটি ব্যবহার করতে পারেন। কারণ এখানে ফ্রিতে খুব সহজে একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

এখানে একাউন্ট রেজিষ্ট্রেশন করার পরে আপনাকে সার্ভে ইনভাইট পাঠানো হবে। প্রতিটি সার্ভে করার জন্য আপনি প্রায় 10 ডলার উপার্জন করতে পারবেন।

এখানে যখন আপনার আয় করার 12.50 ডলার হবে তখন পেপাল এর মাধ্যমে উত্তলণ করতে পারবেন।

২। opinionnow.in

আপনি যদি ভারতের ওয়েবসাইটে সার্ভে করে আয় করতে চান? তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে একটি একাউন্ট তৈরি করতে পারেন।

যারা ভারতে বসবাস করে তারা এই ওয়েবসাইট কাজ করে ভালো ডলার আয় করতে পারবে। এখানে আপনি কাজ করার পরে Oaytm এর মাধ্যমে টাকা উত্তলণ করতে পারবেন।

৩। Ysence.com

অনলাইনে পেইড সার্ভে করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হলো এটি। এখানে আপনি প্রতিদিন অনেক সার্ভে কাজ পেয়ে যাবেন। প্রতিদিন এখানে নতুন নতুন সার্ভে কাজ গুলো আপলোড করা হয়।

এখানে আপনি সার্ভে কাজ করা ছাড়াও আরো অনেক উপায় ব্যবহার করে আয় করতে পারবেন যেমন- ভিডিও দেকে, গেম খেলে ইত্যাদি।

আপনি এই ওয়েবসাইটে কাজ করার পরে যে টাকা উপার্জন করবেন সেটি আপনারা পেপাল একাউন্টের মাধ্যমে উত্তলণ করতে পারবেন।

৪। Neobux.com

নিউবক্স হচ্ছে অনেক পুরাতন ও জনপ্রিয় ওয়েবসাইট। এই সাইটটি প্রধানত পিটিসি ওয়েবসাইট। এখানে এড ক্লি করে আয় করা যায়। এবং পেইড সার্ভে করে আয় করা যায়।

আপনি এখানে রেফার করেও আনলিমিটেড আয় করতে পারবেন।

৫। Toluna.com

উক্ত ওয়েবসাইটও অনেক জনপ্রিয় পেইড সার্ভে করার জন্য। অন্যান্য ওয়েবসাইট এর মতো এখানেও আপনি ফ্রিতে একাউন্ট তৈরি করে সার্ভেতে অংশ গ্রহণ করতে পারবেন।

এখানে প্রতিটি সার্ভে কাজ করার জন্য আপনাকে 100-10000 পয়েন্ট দেওয়া হবে। আপনি সেই পয়েন্ট ভাঙ্গিয়ে টাকা উত্তলণ করতে পারবেন পেপাল এর মাধ্যমে।

৬। Swagbucks.com

এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি বিভিন্ন ভবে আয় করতে পারবেন। যেমন- পেইড সার্ভে, বিজ্ঞাপন, ভিডিও দেখে আয় করতে পারবেন।

এটি মোবাইল এপ ইনস্টল করে মোবাইল এর মাধ্যমেও আয় করতে পারবেন। এবং উক্ত ওয়েবসাইটে একাউন্ট খোলেও আয় করতে পারবেন।

আপনি এখানে আয় করা টাকা গুলো পেপাল এর মাধ্যমে উত্তলণ করতে পারবেন।

৭। PrizeRebel

উক্ত ওয়েবসাইট পেইড সার্ভে করার জন্য অনেক জনপ্রিয় ও বিশ্বস্ত। কারণ এই সাইটটি প্রায় 9 বছর আগের পুরাতন। এখানে কাজ করার পরে আপনাকে সঠিক সময়ে টাকা পেমেন্ট দেওয়া হবে।

এখানে কাজ করার পরে পেপাল এর মাধ্যমে টাকা উত্তলণ করতে পারবেন।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

তো বন্ধুরা, এই আর্টিকেল থেকে জানতে পারলেন, সার্ভে কি? সার্ভে করে আয় করার সেরা ৭ টি ওয়েবসাইট এর তালিকা।

আপনি যদি উক্ত সাইট গুলোতে একাউন্ট তৈরি করে প্রতিদিন কাজ করতে পারেন তাহলে মাসে প্রায় ১০-১৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করে নিতে পারবেন।

আমাদের লেখা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই আর্টিকেল আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিয়ে একটি শেয়ার করুন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top