অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার নিয়ম

অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন: আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে। যাদের মৃত্যু নিবন্ধন আবেদন করার প্রয়োজন হয়। আর আমরা জানি না যে কিভাবে মৃত্যু নিবন্ধন আবেদন করতে হয়। আর এই মৃত্যু নিবন্ধন আবেদন করতে কি কি প্রয়োজন হয়। এবং কিভাবে মৃত্যু নিবন্ধন আবেদন করবেন। তা নিয়ে আমাদের এই আজকের আর্টিকেল।

আপনি যদি মৃত্যু নিবন্ধন আবেদন করতে চান। তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা, এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। কিভাবে মৃত্যু নিবন্ধন আবেদন করা যায়। এবং কিভাবে মৃত্যু নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তা নিয়ে নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।

অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার নিয়ম

চলুন, তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক, মৃত্যু নিবন্ধন আসলে কি।

মৃত্যু নিবন্ধন কি

এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের কি অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।

কিন্তু তার আগে আপনাদেরকে মৃত্যু নিবন্ধন কি সে সম্পর্কে জানতে হবে। আপনি যদি মৃত্যু নিবন্ধন সম্পর্কে জানেন। তাহলে আপনার পরবর্তী স্টেপগুলো বুঝতে খুবই সহজ হবে।

চলুন, তাহলে মৃত্যু নিবন্ধন কি এ বিষয়ে জেনে নেই।

যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে। তখন তার স্থাবর ও অবস্থাবর সম্পত্তি ছাড়াও, এই ব্যক্তির পারিবারিক পেনশন এর ক্ষেত্রেও মিথ্যে সনদের প্রয়োজন হয়ে থাকে।

মৃত্যু সনদের মাধ্যমে জনসংখ্যা সঠিক নির্ধারণ করা সম্ভব হয়। আর মূলত এই বিশেষ সনদকে বলা হয়ে থাকে, মৃত্যু সনদ বা মৃত্যু নিবন্ধন।

আপনি যদি কোন ব্যক্তির মৃত্যু সনদ করতে চান। তাহলে অবশ্যই সেই ব্যক্তির জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। কারণ জন্ম নিবন্ধন ছাড়া মৃত্যু নিবন্ধন করা সম্ভব নয়।

যখন আপনি মৃত্যু নিবন্ধন করতে যাবেন। তখন অবশ্যই জন্ম নিবন্ধন এর প্রয়োজন হবে।

আশা করি, আপনারা বুঝতে পারছেন যে মৃত্যু নিবন্ধন আসলে কি।

কেন মৃত্যু সনদ দরকার হয়

আপনার উপরের আলোচনা থেকে জানতে পেরেছেন। যে মৃত্যু সনদ আসলে কি। মৃত্যু সনদ কি জানার পর আপনার এটাও জানতে হবে যে মৃত্যু সনদ কেন দরকার হয়।

যদি মৃত্যু সনদের প্রয়োজন না হয়। তাহলে মৃত্যু সনদ করার কোন প্রয়োজন নাই। আর মৃত্যু সনদ কেন এতটা প্রয়োজন সে সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব।

যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে। এবং তার অনুপস্থিতিতে উক্ত ব্যক্তির যে সকল স্থাবর এবং অবস্থাবর সম্পত্তি রয়েছে। সেগুলো ওয়ারিশের মধ্যে ভাগাভাগি করে দেয়ার জন্য অবশ্যই মৃত্যু সনদের প্রয়োজন হয়। এছাড়াও সে ব্যক্তির পারিবারিক পেনশনের ক্ষেত্রেও মৃত্যু সনদের প্রয়োজন হয়।

মৃত্যু সনদ শুধুমাত্র সম্পত্তি ভাগাভাগি ও পারিবারিক পেনশনের ক্ষেত্রেই প্রয়োজন হয়। কিন্তু না মৃত্যুর সনদ বাংলাদেশ সরকারের জনসংখ্যা গণনের সঠিক নির্ণয় করার জন্য মৃত্যু নিবন্ধনের প্রয়োজন হয়।

মৃত্যু নিবন্ধন সকল কাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রত্যেকটি মৃত্যু ব্যক্তির জন্য মৃত্যু নিবন্ধন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

তাহলে এবার বুঝতে পারছেন। যে মৃত্যু নিবন্ধন কেন এতটা প্রয়োজনীয়।

মৃত্যু সনদ কোথায় পাওয়া যায়

মৃত্যু সনদ কি এবং মৃত্যু সনদ কেন এতটা প্রয়োজনীয়। এসব বিষয়গুলো জানার পাশাপাশি আপনাকে আরও একটি বিষয় সম্পর্কে জানতে হবে।

আর এই বিষয়টি হচ্ছে মৃত্যু সনদ কোথায় পাওয়া যায়। সে সম্পর্কে জেনে নেয়া আমাদের খুবই জরুরী। চলুন, তাহলে আমরা মৃত্যু সনদ কোথায় পাওয়া যায় এ বিষয়ে জেনে নেই।

যেহেতু, আপনি জানতে চাচ্ছেন যে মৃত্যু সনদ কোথায় পাওয়া যায়। মৃত্যু সনদ আপনি সরাসরি কোথায় পাবেন না। মৃত্যুর সনদ পাওয়ার জন্য প্রথমে আপনাকে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

আর অনলাইনের মাধ্যমে আবেদনটি পাঠানোর পর বিশেষ ভাবে যাচাই বাছাই করবে। মৃত্যু নিবন্ধনের আবেদন যাচাই করার পর। আপনার মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন।

বরং মৃত্যু নিবন্ধন এর আবেদন করার জন্য আপনাকে ইউনিয়ন পরিষদের বা পৌরসভা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে। আর সেখান থেকে আপনাকে মৃত্যু নিবন্ধন এর আবেদন করতে হবে।

যখন আপনি কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধনের আবেদন করতে যাবেন। তখন আপনাকে সেই ব্যক্তির যাবতীয় তথ্য দিতে হবে।

মৃত্যু নিবন্ধন করার জন্য জন্ম তারিখ, ভোটার আইডি কার্ডের নম্বর। যদি জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিতে পারেন। না থাকলে জন্ম নিবন্ধনের প্রয়োজন নেই। মৃত্যু নিবন্ধনের জন্য নির্ভুলভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন।

আপনি যখন সম্পন্ন তথ্যগুলো দিয়ে দিবেন। আর ইউনিয়ন পরিষদের মাধ্যমে মৃত্যু নিবন্ধনের আবেদন করা হবে। তার কয়েকদিন পরই আপনি মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন।

মৃত্যু নিবন্ধন সনদ করতে কি কি লাগে

যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে। আর সেই ব্যক্তির মৃত্যু নিবন্ধন সনদ এর জন্য আবেদন করবেন। তখন আপনাকে সেই ব্যক্তির সকল প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করতে হবে।

মৃত্যু সনদের জন্য যে সকল তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তা নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনার মাধ্যমে আপনার মৃত্যু নিবন্ধন সনদ এর আবেদন করার জন্য কি কি প্রয়োজন হয়। তা জানতে পারবেন।

১। প্রথমে মৃত ব্যক্তি এর সম্পূর্ণ নাম প্রয়োজন হবে।

২। তারপর সেই ব্যক্তির সঠিক জন্ম তারিখ জানতে হবে।

৩। এছাড়াও মৃত্যুবরণ করা ব্যক্তির পূর্বের জন্ম নিবন্ধন থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে জাতীয় পরিচয় পত্র দিয়ে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবেন।

৪। উক্ত ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করেছে তা সঠিক ঠিকানা উল্লেখ করতে হবে।

৫। মৃত ব্যক্তি কোন ধরনের লিঙ্গ তা নির্ধারণ করতে হবে।

৬। মৃত ব্যক্তির স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করতে হবে।

৭। মৃত ব্যক্তির পিতা-মাতার নাম উল্লেখ করতে হবে।

উপরের উল্লেখিত তথ্য গুলো দিয়ে আপনি মৃত্যুবরন করার ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করতে পারবেন। বর্তমান সময়ে  বাংলা ও ইংরেজি দুইভাবেমৃত্যু সনদ সংগ্রহ করতে পারবেন।

এর পাশাপাশি যদি কোন ব্যক্তি বিদেশে মৃত্যুবরণ করে। আর সেই ব্যক্তির যদি মৃত্যু সনদের জন্য আবেদন করতে চান। তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

মৃত্যু নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম

এতক্ষন আপনারা মৃত্যু নিবন্ধন বিষয়ে অনেক আলোচনা শুনলেন। যেমন, মৃত্যু নিবন্ধন কি, মৃত্যু নিবন্ধন এর আবেদন করতে কি কি লাগে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মৃত্যু নিবন্ধনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন।

আর আপনি যদি মৃত ব্যক্তির জন্য মৃত্যু নিবন্ধনের আবেদন করতে চান। তাহলে প্রথমে জন্ম ও মৃত্যু নিবন্ধন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আর এখান থেকেই আপনাকে কাজ শুরু করতে হবে। আর আপনি কিভাবে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন। তা নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে।

তাহলে আর দেরি না করে চলুন, এবার মৃত্যু নিবন্ধনের আবেদন বিষয়ে জেনে নেই।

আরও পড়ুন,

ধাপ ১ – জন্ম নিবন্ধন নম্বর অনুসন্ধান করুন

মৃত্যু নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে এন্টি সার্চ করে বের করুন। তারপর নির্বাচন বাটনে ক্লিক করুন।

death-certificate-apply 1

ধাপ ২ – নিবন্ধন কার্যালয় বাছাই করুন

আপনি যেখান থেকে মৃত্যু নিবন্ধনের আবেদন করছেন। আর মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা যদি এক হয়ে থাকে। তাহলে আপনি সেই ঠিকানাগুলো সঠিকভাবে নির্বাচন করুন।

death-certificate-application

সবগুলো সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ – মৃত্যুর তারিখ ও কারণ দিন

যার জন্য আপনি মৃত্যু নিবন্ধনের আবেদন করছেন। সে ব্যক্তি কত তারিখে মৃত্যুবরণ করেছে। এবং কিভাবে মৃত্যুবরণ করেছে। তা আপনারা সঠিক ভাবে নির্বাচন করুন।

death-certificate-application

মৃত ব্যক্তি স্বামী অথবা স্ত্রী নাম এবং জন্ম নিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয় পত্র নম্বর ফিলাপ করতে হবে। আর নিচের এই ঘরগুলো অপশনাল। যদি তথ্যগুলো থাকে তাহলে আপনি দিবেন। আর যদি না থাকে তাহলে দেয়ার প্রয়োজন। তারপর ডান পাশে পরবর্তী বাটন রয়েছে সেখানে ক্লিক করুন।

ধাপ ৪ – মৃত্যুর স্থান ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা লিখুন

মৃত ব্যক্তি যে ঠিকানায় মৃত্যুবরণ করেছে। সে ঠিকানাগুলো সঠিকভাবে ফিলাপ করবেন। যদি মৃত ব্যক্তি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করে তাহলে সে ঠিকানা গুলোই সঠিকভাবে দিয়ে দিবেন।

death-certificate-online

সবগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ – আবেদনকারীর তথ্য দিন

আবেদনকারীর নাম, জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর এবং ফোন নাম্বার দিতে হবে। তারপর আবেদনকারীর ঠিকানা পূরণ করতে হবে। যদি মৃত ব্যক্তির ঠিকানা আর আবেদনকারীর ঠিকানা একই হয় তাহলে একই ঠিকানা দিয়ে দিবেন।

death-certificate-application-form

তারপর মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর কি সম্পর্ক সেটি ফিলাপ করবেন। তারপর আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৬ – মৃত্যু নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট

মৃত ব্যক্তির আবেদন ফরম পূরণ করার পর যাচাই করে দেখুন। আবেদন ফরম টি সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। যদি সঠিকভাবে প্রমাণ করা হয়ে থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন।

submit-death-certificate-application

আবেদন কপি সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। তারপর আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটি সংগ্রহ করবেন।  তারপর আপনি আপনার আবেদন কপিটি প্রিন্ট করুন। যা আপনার পরবর্তীতে কাজে লাগবে।

মৃত্যু নিবন্ধন ফি

যদি কোন মৃত ব্যক্তির নিবন্ধন করতে চান। আর সেই ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে আবেদন করেন। তাহলে কোন টাকা লাগবে না। আর যদি ৪৫ দিন থেকে ৫ বছর সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করেন। তাহলে আপনাকে ২৫ টাকা ফি প্রদান করতে হবে। এবং ৫ বছর এর বেশি হয়। তাহলে ৫০ টাকা ফি প্রদান করতে হবে।

মৃত্যু নিবন্ধন নিয়ে আমাদের শেষ কথা

আপনি যদি কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন করতে চান। তাহলে আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে পড়ুন। আর এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিভাবে মৃত্যু নিবন্ধন নিয়ে আবেদন করবেন।

আর মৃত্যু নিবন্ধন ফি কত টাকা লাগে। সে বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনি মৃত্যু নিবন্ধনের আবেদন করতে যদি কোন রকম সমস্যা হয়। তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আশা করি, আপনি এই আর্টিকেলটি পড়ে অবশ্যই উপকৃত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top